নিকিতা দেবনাথের অপরাজিত ২৫৯ রান জয়ের হ্যাট্রিকে ইউ. ফ্রেন্ডস সুপার সিক্স-এ

আগরতলা, Feb 15, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
লাগাতর তৃতীয় জয়, তথা জয়ের হ্যাট্রিক ইউনাইটেড ফ্রেন্ডস-এর। এবং এই জয়ের সুবাদে ইউনাইটেড ফ্রেন্ডস যথারীতি সুপার সিক্স-এ খেলা নিশ্চিত করে নিয়েছে। টুর্নামেন্ট ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট। নিজেদের তৃতীয় ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস আজ, শনিবার ৪০৩ রানের রেকর্ড ব্যবধানে প্রগতি প্লে সেন্টারকে পরাজিত করে একদিকে জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। অপরদিকে এগিয়ে চল সংঘের পর দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্স-এ খেলা নিশ্চিত করে নিয়েছে। তালতলা স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৪৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিকিতা দেবনাথের অসাধারণ রেকর্ড রান, অর্থাৎ অপরাজিত ২৫৯ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। নিকিতা ১৫০ বল খেলে ৪৯ টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ২৫৯ রান সংগ্রহ করে দলের স্কোর যথেষ্ট সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবটিও জিতে নেয়। দলের উইকেট রক্ষক প্রিয়াঙ্কা নোয়াতিয়ার ৮১ রানও উল্লেখ করার মতো। পাল্টা ব্যাট করতে নামলে প্রগতি প্লে সেন্টারের ব্যাটারসরা পুরোপুরি বিধ্বস্ত হয় সুরভীর বোলিং দাপটে। সুরভি একাই পাঁচটি উইকেট তুলে নেয় দশ রানের বিনিময়ে। প্রগতির তানিয়া শর্মা তিনটি উইকেট পেয়েছিল। এছাড়া, ইউনাইটেড ফ্রেন্ডস-এর এলিজা দেববর্মা পেয়েছে দুটি উইকেট এক রানের বিনিময়ে।