পুলিশকে সবসময় রক্ষকের ভূমিকা গ্রহণ করার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের


newsagartala24.com Images

Agartala, Sep 28, 2023, ওয়েব ডেস্ক থেকে


দেড়গাঁও (অসম), ২৮ সেপ্টেম্বর : পুলিশকে সবসময় রক্ষকের ভূমিকা গ্রহণ করতে হবে৷ বিশেষ করে দরিদ্ৰদের রক্ষা করার দায়িত্ব নিতে হবে পুলিশকে, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷

আজ বৃহস্পতিবার গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ে অবস্থিত লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমিতে আসাম পুলিশের ২১৪ জন যুবতী সহ মোট ৮১৭ জন কনস্টেবলের দীক্ষান্ত সমারোহ (পাস-আউট)-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন রাজ্যের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
কৃষিমন্ত্ৰী অতুল বরা, সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা, বিধায়ক ভবেন্দ্ৰনাথ ভরালি, অসমের পুলিশ-প্রধান জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং প্রমুখ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ আধকারিক এবং নবনিযুক্ত পুলিশকর্মীদের পরিবারের সদস্যগণের উপস্থিতিতে পাস-আউট অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণ মেধার ভিত্তিতে, পরিচ্ছন্ন প্রক্রিয়ায় আসাম পুলিশে নিয়োগ হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশে লাগাতার নিয়োগের ফলে অসমে অপরাধীর সংখ্যা কমছে৷ রাজ্যে আইন-শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্ৰণে আমার সরকার বিশেষ গুরুত্ব প্ৰদান করছে। আসাম পুলিশের বিভিন্ন পরিসংখ্যানে সাম্প্রতিককালে পুলিশ প্ৰশাসনে কৰ্মদক্ষতাকে প্ৰতিফলিত করছে৷ ড. শৰ্মা বলেন, মেধার ভিত্তিত নিয়োগ প্ৰক্ৰিয়ায় আসাম পুলিশ এক নয়া পৰ্যায়ে যেতে সক্ষম হয়েছে। অসমের সৰ্বাঙ্গীণ বিকাশে ক্ষেত্ৰে আমাদের ইতিবাচক চিন্তাধারার এক সুন্দর পরিবেশ নিৰ্মাণ করতে হবে।
হিমন্তবিশ্ব শৰ্মা আরও বলেন, দরিদ্ৰদের জন্য আসাম পুলিশ আছে৷ আজ যাঁদের পাস-আউট হয়েছে, তাঁরা নিষ্ঠা ও দুর্নীতির বাইরে অবস্থান করে নিপীড়িত মানুষের ন্যায় দিতে তাঁদের দায়িত্ব পালন করার আহ্বান জানান মুখ্যমন্ত্ৰী৷ নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের অভিনন্দন জানিয়ে তাঁদের বাবা-মা এবং অভিভাবকদের নমস্কার ও প্রণাম জানিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার উপস্থিতিতিতে আজ দেড়গাঁওয়ে লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে নবনিযুক্ত প্রশিক্ষিত ১,৮১৭ জন আসাম পুলিশের কনস্টেবল মার্চপাস্ট ও বিভিন্ন কলাকৌশল, ক্ৰিয়া শৈলীর পাশাপাশি ঘোড়দৌড়, দুঃসাহসিক ক্ৰীড়া, প্যান্থার্স অন হুইল ইত্যাদি প্রদর্শন করেছেন।