প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ৭৫ তম সংবিধান দিবস পালন করা হয়


newsagartala24.com Images

আগরতলা, Nov 26, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ৭৫ তম সংবিধান দিবস পালন করা হয় আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে। এখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস ইনচার্জ ক্রিস্টোফার তিলক, বিধায়ক বিরোজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষকান্তি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মণীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা।

এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন কারণ ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর সংবিধান গৃহীত হয়। এবং ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি তা কার্যকর হয়। তাই ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা গর্বের ব্যাপার। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সংবিধানে থাকা আইন কানুনের উপর হস্তক্ষেপ করতে শুরু করেছে। তাই স্বাভাবিকভাবে কংগ্রেস দলের নেতারা চিন্তিত।