এজি'র পূর্বাঞ্চল ক্যারামে সেরা আসাম ক্রীড়া প্রতিনিধি।


newsagartala24.com Images

আগরতলা, Nov 26, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


এজি'র পূর্বাঞ্চল ক্যারামে সেরা আসাম
ক্রীড়া প্রতিনিধি।। এজি'র পূর্বাঞ্চল ক্যারাম প্রতিযোগিতায় ত্রিপুরা পিএজি তৃতীয় হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে আসাম এজি, রানার্স পশ্চিমবঙ্গ 'এ' এজি দল। আসরে পুরুষদের ভেটারেন্স বিভাগে ত্রিপুরা পিএজি'র দেবাশীষ চক্রবর্তী চ্যাম্পিয়ন হয়েছেন।
কুঞ্জবন এলাকায় তিনদিনের এই আসরের শেষে মঙ্গলবার বিকেলে এক মনোজ্ঞ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সুুদৃশ্য পুরষ্কার তুলে দেন পিএজি ত্রিপুরার একাউন্টেট জেনারেল রনেন্দু সরকার, সিনিয়র ডিএজি কাভ্যদীপ যোশী, সিনিয়র এডিজি তনুশ্রী বিশ্বাস সহ বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী। আসরে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এজি মণিপুরের জি সুভাষ শর্মা। তিনি দুবার হোয়াইট স্ল্যামস (স্ট্রাইক করে সবকটি সাদা ঘুটি পকেটে ফেলেন) স্কোর করেছেন। এই বিভাগে এজি আসামের জে কে তামুলি রানার্স, এজি ওড়িশার জ্ঞান চাঁদ তৃতীয়, এজি আসামের অরিন্দম নাথ চতুর্থ, এজি ওড়িশার মনোরঞ্জন দাস পঞ্চম, এজি বিহারের রাজীভ রঞ্জন ষষ্ঠ, বিহারেরই রাজু কুমার সপ্তম এবং এজি আসামের দীপঙ্কর দাস অষ্টম হন।

৪৪ জন ছিলেন লড়াইয়ে। মহিলা সিঙ্গেলসে ১৩ জনের লড়াইয়ে এজি ঝাড়খণ্ডের রিঙ্কি রঞ্জন চ্যাম্পিয়ন, এজি বিহারের কবিতা রাণী রানার্স, এজি পশ্চিমবঙ্গ 'এ' দলের শ্যামলী বিশ্বাস তৃতীয় ও পিএজি ত্রিপুরার শিপ্রা দাস চতুর্থ হন। ভেটারেন্স বিভাগে ত্রিপুরার দেবাশীষ খেতাব পান। এছাড়া এজি আসামের শীতল কুমার রায়  রানার্স, এজি পশ্চিমবঙ্গ 'এ' দলের প্রশান্ত বসাক তৃতীয় ও এজি বিহারের বিজয় রায় চতুর্থ হন। মোট ৯ জন এই বিভাগে লড়াই করেন। আসরের চীফ রেফারি মনোজ পি এস তাঁর রিপোর্টে আসরের চমৎকার আয়োজনের জন্য পিএজি ত্রিপুরাকে ধন্যবাদ জানান। আধিকারিকদের সাথে তিনি রেফারি সহ আয়োজক কমিটির ধীমান গুপ্ত, ঝন্টু দাশগুপ্ত, মণিকান্ত রায় ও রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নন্দীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
একদিনের বিরতির পর আগামী ২৮ নভেম্বর থেকে তিনদিন ব্যাপী এজি'র ইন্টার জোন ক্যারাম প্রতিযোগিতাও এবার আগরতলায় হতে চলেছে।