প্রমাণ মিলেছে রিগিংয়ের, রাজ্যের ২টি আসনে পুনর্নির্বাচন ঘোষণা করল কমিশন
Agartala, Jun 02, 2024, ওয়েব ডেস্ক থেকে
কাজে এল না বিজেপির অভিযোগ। লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যে মাত্র ২টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করল কমিশন। রবিবার বিকেলে কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। যদিও রাজ্যে প্রায় ২৫০ বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছিল বিজেপি।
কমিশনের তরফে জানানো হয়েছে সোমবার রাজ্যে ২টি বুথে পুনর্নির্বাচন হবে। তার মধ্যে রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৬ নম্বর বুথ। সেখানে অধীর মহল প্রাইমারি স্কুলের বুথে ফের ভোটগ্রহণ হবে। কমিশনের সূত্রে খবর, স্ক্রুটিনিতে উঠে এসেছে সেখানে দেদার ছাপ্পা হয়েছে। বেলা দেড়টার পর থেকে বুথ চলে যায় ভোট লুঠেরাদের দখলে।
এছাড়া বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার ৬১ নম্বর বুথে ফের ভোটগ্রহণ হবে কদম্বগাছি সরদার পাড়া FP স্কুলের ওই বুথেও রিগিং হয়েছে বলে জানিয়েছে কমিশন। সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কমিশনের তরফে পুনর্নির্বাচন নিয়ে প্রচার করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। লাউড স্পিকারে ও ঢ্যাঁড়া পিটিয়ে এব্যাপারে স্থানীয়দের অবহিত করতে বলেছে কমিশন।