প্রয়াত উস্তাদ রাশিদ খান, ৫৬ বছর বয়সে থেমে গেল কণ্ঠ
Agartala, Jan 09, 2024, ওয়েব ডেস্ক থেকে
প্রয়াত ওস্তাদ রশিদ খান। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তারকা প্রয়াত। প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন (Rashid Khan) রাশিদ খান। ১৯৬৮ সালে জন্ম রশিদ খানের। উত্তরপ্রদেশের বাদাউনের সহসওয়ানে জন্মগ্রহণ করেন তিনি। ওস্তাদ গোলাম মুস্তফা খানের ভাগ্নে। ৫৫ বছর বয়সে কলকাতার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ক্যানসার সংক্রমণ ছড়িয়ে পড়ায় বোন ম্যারো প্রতিস্থাপনও করা হয়েছিল। তারপর থেকেই শুরু হয় একাধিক সমস্যা। মাঝেমধ্যেই প্লেটলেট নেমে যেত। প্লেটলেট নিতে ভর্তি হতেন হাসপাতালে। গত ২১ নভেম্বর স্ট্রোক হয়। ফের ভর্তি করানো হয় তাকে। তখন থেকেই আইটিইউ-তে ছিলেন। মঙ্গলবার ভোরে অবস্থা এতটাই অবনতি ঘটে, যে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। সংকট কাটছিল না।
মঙ্গলবার ভোরে অবস্থা এতটাই অবনতি ঘটে, যে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে সংকট আরও বেড়ে যায়। তিনি প্রয়াত হন।