ফুটবল প্রেমী দর্শকদের ভালো খেলা উপহার দিতে মরিয়া দু-দল
আগরতলা, Aug 22, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
শিল্ডের প্রথম ম্যাচেই লড়াই করলেও হারতে হয়েছিলো। এবার জয় দিয়ে মরশুম শুরু করতে বদ্ধপরিকর জুয়েলস অ্যাসোসিয়েশনের ফুটবলাররা। ইতোমধ্যে বাড়ানো হয়েছে শক্তি। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেন কালিংপঙ এর দুই ফুটবলার। ওই দুই ফুটবলার কতটা ফিট তা জানা নেই কোচ আবু তাহের-এর। ওই অবস্থায় বুধবার উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামছে জুয়েলস। প্রতিপক্ষ ত্রিবেণী সঙ্ঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি।
দুদলই এদিন প্রস্তুতি সেরে নেয়। ত্রিবেণী সঙ্ঘের বিরুদ্ধে আগামীকাল আক্রমনাত্মক খেলার পরিকল্পনা নিয়েছেন জুয়েলস কোচ আবু তাহের। তাই দল ৪-২-৪ ছকে সাজানোর পরিকল্পনা নিয়েছেন। আপাতত সিদ্ধান্ত নিয়েছেন কোচ, বহি:রাজ্য থেকে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেওয়া দুই ফুটবলারকে উদ্বোধনী ম্যাচে প্রথম একাদশে রাখবেন না। প্রয়োজনে দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাঠে নামানো হতে পারে। এনিয়ে আবু তাহেরের বক্তব্য , কী অবস্থায় ওই দুই ফুটবলার রয়েছে তা অজানা তাঁর। কারন দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি দুজন।
তাই আজ প্রথম একাদশে না খেলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে জুয়েলসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ত্রিবেণী সঙ্ঘের কোচ রাজু লামা। বলেন,"যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমার ছেলেরা ভয় পায়নি। শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে ছেলেরা। সহজেই বিপক্ষ দলকে জয় পেতে দেবও না"। মনিপুর, মিজোরাম এবং শিলঙ- ওই ৩ রাজ্যের ৩ ফুটবলার রয়েছে রাজু লামার দলে। মাঝমাঠই দলের সম্পদ বলে মনে করছেন ত্রিবেণী সঙ্ঘের কোচ। মোটকথা, দু-দল জয়ের পাশাপাশি ভালো খেলা দর্শকদের উপহার দিতেও মরিয়া হয়ে রয়েছে।