ফুটবল রেফারি ইন্সট্রাক্টর কোর্সে ত্রিপুরার অভিজিৎ, বিশ্বজিতের সাফল্য
আগরতলা, Apr 05, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
রেফারি ইন্সট্রাক্টর কোর্সে দারুন সাফল্য পেয়েছে ত্রিপুরার দুজন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত নর্থ-ইস্ট জোন ভিত্তিক রেফারি ইন্সট্রাক্টর কোর্সে ত্রিপুরার অভিজিৎ দাস সি-ক্যাটেগরিতে এবং বিশ্বজিৎ সাহা ডি-ক্যাটেগরিতে উত্তীর্ণ হয়েছেন।
সি ক্যাটাগরির ক্ষেত্রে স্বীকৃতি হবে সিনিয়র রেফারি ইন্সট্রাক্টর হিসেবে। তাঁরা মূলতঃ পঞ্চম থেকে অষ্টম লেভেলের রেফারিদের গাইড করার পাশাপাশি নিজ নিজ রাজ্যের অ্যাসিস্ট্যান্ট রেফারিদের ইনস্ট্রাকশন দেবেন। এদিকে, ডি ক্যাটাগরির ক্ষেত্রে স্বীকৃতি হবে রেফারি ইন্সট্রাক্টর হিসেবে। তাঁরা মূলত ৭ম ও ৮ম লেভেলের রেফারিদের গাইড করার পাশাপাশি নিজ নিজ রাজ্যের অ্যাসিস্ট্যান্ট রেফারিদের ইনস্ট্রাকশন দেবেন। আসামের গৌহাটিতে গত ৬ থেকে ৮ ফেব্রুয়ারি নর্থ-ইস্ট জোনের এই রেফারি ইন্সট্রাক্টর কোর্স সম্পাদিত হয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভিশন- ২০৪৭ কে সামনে রেখে এই ফলাফল ঘোষণার পাশাপাশি লাইসেন্স প্রাপ্ত রেফারিদের প্রতিবছরে অন্ততপক্ষে তিনটি বেসিক রেফারি কোর্সে অংশগ্রহণ এবং প্রতি দুই বছরে নিজেদের আরও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।