বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত আফগানিস্তানে


newsagartala24.com Images

আগরতলা, Nov 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


আফগানিস্তানের উত্তরে বাগলান প্রদেশের একটি মাজারে অজ্ঞাতনামা এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নাহরিন জেলায় সাইয়্যেদ পচা জান মাজারে এই মর্মান্তিক ঘটনা 

নাহরিন জেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই মাজারে সুফি মুসলিম অনুসারীরা সাপ্তাহিক প্রার্থনা করার জন্য একত্রিত হয়েছিলেন। ঘটনার সময় এক ব্যক্তি হঠাৎ করে আগতদের ওপর গুলি চালায়।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক ব্যক্তি মাজারে সাপ্তাহিক ধর্মীয় আচার পালনরত সুফিদের ওপর গুলি চালায়। এতে ১০ জনের প্রাণহানি ঘটেছে।

তবে এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বাগলান প্রদেশ মূলত আফগানিস্তানের একটি উত্তেজনাপূর্ণ অঞ্চল। 

যেখানে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তালেবান সরকারের অধীনে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ এবং চরমপন্থি আক্রমণ বৃদ্ধি পেয়েছে।