ব্লাডমাউথকে হারিয়ে জয় দিয়ে গ্রুপ লীগ সূচনা প্রগতি প্লে সেন্টারের।

আগরতলা, Jan 27, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
জয় দিয়ে লীগ সূচনা প্রগতি প্লে সেন্টারের। টুর্নামেন্ট ছয় দিন আগে শুরু হলেও নিজেদের প্রথম ম্যাচে প্রগতি প্লে সেন্টার সোমবার ২৯২ রানের বিশাল ব্যবধানে ব্লাড মাউথকে পরাজিত করে জয় দিয়ে লীগ অভিযান শুরু করেছে। খেলা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের বি গ্রুপের। নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ব্লাডমাউথের ক্রিকেটাররা ২৩.৩ ওভার খেলে ৬০ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী প্রগতি প্লে সেন্টারের দিব্যজ্যোতি বণিক ব্যাটিংয়ে ৫০ বল খেলে ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৮ রান এবং বোলিংয়ে (৬-২-১৩-৩) অর্থাৎ অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়। এছাড়া, প্রগতির সায়ন দেবের ৭১ রান ও রাহুল মিয়ার ৩০ রান বেশ নজর কেড়েছে। বোলিংয়ে প্রগতির যশ দেববর্মা ছয় রানে তিনটি উইকেট তুলে নেয় এবং ব্লাড মাউথের শান বর্মন ৫৩ রানে দুটি উইকেট পেয়েছিল।