ভাইটাল ম্যাচে কসমোপলিটনকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত স্ফুলিঙ্গ ক্লাবের।


newsagartala24.com Images

আগরতলা, Mar 18, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


জয়ের ধারা অব্যাহত স্ফুলিঙ্গ ক্লাবের। টানা চতুর্থ জয়। তাও কসমোপলিটন-এর বিজয় রথ থামিয়ে। পক্ষান্তরে, স্ফুলিঙ্গকে অল্প রানে আটকে দিয়ে জয় পেতে পারলো না কসমোপলিটন ক্লাব। মূলতঃ দলীয় ব্যাটসম্যানদের ব্যর্থতায়। শেষ পর্যন্ত পরাজিত হলো ১০ রানে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে স্ফুলিঙ্গের গড়া ১২৩ রানের জবাবে কসমোপলিটন ক্লাব ১১৩ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শচীন শর্মা অর্ধশতরান করেছেন। আসরে টানা ৪ ম্যাচে জয়লাভ করে শেষ আটের টিকিট কেট নিল স্ফুলিঙ্গ ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্সাবের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় স্ফুলিঙ্গ ক্লাব। দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার শচীন শর্মা ৪৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪, কৌশল আচার্য ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং শোভন রূপার্ক ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। কসমোপলিটন ক্লাবের পক্ষে সৌরভ কর ৩২ রানে ৩ টি এবং চন্দন রায় ১৯ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে কসমোপলিটমন ক্লাব নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বাবুল দে ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, মিহীর হিওয়ানী ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২০ (‌অবসৃত), সৌরভ থুব্রিকর‌ ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং তন্ময় দাস ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে তুষার সাহা ২২ রানে  এবং বিজয় রায় ২৫ রানে ২ টি করে উইকেট দখল করেন।