ভারতবর্ষে দ্বিতীয়বার মেট্রিয়াল ট্র্যান্সফার পদ্ধতিতে সফল গর্ভধারণ


newsagartala24.com Images

আগরতলা, Sep 07, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


ভারতবর্ষে দ্বিতীয়বার ও পূর্বভারতে প্রথম ট্র্যান্স মায়ো মেট্রিয়াল ট্র্যান্সফার পদ্ধতিতে সফল গর্ভধারণ সম্ভব হল। সম্প্রতি বিরল পদ্ধতিতে ভ্রূণ প্রতিস্থাপনের পর সন্তান কোলে পেলেন পড়শি বাংলাদেশের এক দম্পতি। বন্ধ্যাত্বের চিকিৎসায় ভ্রূণ প্রতিস্থাপনে এক অনন্য নজির টিএমইটি পদ্ধতিতে ভ্রূণ প্রতিস্থাপন সন্তানহীন দম্পতিদের কাছে আশার আলো নিয়ে এসেছে।  

মা হওয়া যে মুখের কথা নয় তা বারে বারে প্রমাণিত। ইদানীং বন্ধ্যাত্বের চিকিৎসায় ইন ভিট্রো ফার্টিলাইজেশনের সফলতা বাড়লেও কিছু বাধা থেকেই যায়। অনেক সময় ভ্রূণ প্রতিস্থাপনের পরেও গর্ভস্থ ভ্রূণ ধরে রাখা মুশকিল  সমস্যার বিরুদ্ধে লড়তে চিকিৎসা বিজ্ঞানীরা সব সময়ই নানান নতুন নতুন উপায় উদ্ভাবন করছেন ও সফল হচ্ছেন। সম্প্রতি বিরল পদ্ধতিতে ভ্রূণ প্রতিস্থাপনের পর সন্তান কোলে পেলেন পড়শি বাংলাদেশের এক দম্পতি