মণিপুরে নিরাপত্তা বাহিনীর শিবিরে কুকি জঙ্গিদের মর্টার-হামলা, হতাহত চার জওয়ান


newsagartala24.com Images

Agartala, Jan 17, 2024, ওয়েব ডেস্ক থেকে


ইমফল, ১৭ জানুয়ারি : মণিপুরের তেংনোপাল জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধ-হেলিকপ্টার চেয়ে জরুরিভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্ৰ মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার।

আজ বুধবার ভোররাত প্রায় ২:২৪ মিনিট নাগাদ ভারত-মায়ানমার সীমান্তবর্তী তেংনোপাল জেলার অন্তর্গত মোরে শহর সংলগ্ন সিকিম গ্রাম এবং কানানভেঙে সংগঠিত নিরাপত্তা বাহিনীর ওপর সন্দেহজনক সশস্ত্র কুকি জঙ্গিদের অতৰ্কিত মৰ্টার-হামলায় দুই জওয়ান শহিদ হয়েছেন। ঘায়েল হয়েছেন আরও দুই জওয়ান। শহিদদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি মালোম তুলিহাল মায়াই লেইকাই (আর/নং-০৬২০২১১০১৫)-এর বাসিন্দা জনৈক ডব্লিউ চাওটন সিঙের ছেলে, ৬ নম্বর মণিপুর রাইফেলসের জওয়ান ওয়াংখেম সোমরজিৎ মেইতেই। এছাড়া বাকি হতাহতদের নামধাম এখনও জানা যায়নি। এ খবর লেখা পর্যন্ত আধাসেনা এবং কুকি জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানা গেছে।

মণিপুর সরকারের গৃহ কমিশনার টি রঞ্জিত সিং ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ ভোররাত প্ৰায় ২:২৪ মিনিট নাগাদ তেংনোপাল জেলার অন্তর্গত মোরে শহর সংলগ্ন দুটি এলাকায় সন্দেহভাজন কুকি জঙ্গিরা কেন্দ্রীয় ও রাজ্যের সশস্ত্র বাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি জানান, ইমা কোন্ডং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে বিদ্যমান আইআরবি শিবিরে মৰ্টার হামলা চালিয়েছে জঙ্গিরা। আইআরবি এবং মণিপুর পুলিশের সশস্ত্র জওয়ানরা তখন ঘুমে ছিলেন। সে সময় সশস্ত্র জঙ্গিরা সিকিম গ্রামের পাহাড়ের চূড়া থেকে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) ছুঁড়ে আধা সেনাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই একজন সিডিও কর্মী মারা যান এবং আরও তিনজন আহত হয়েছেন। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, আইআরবি পোস্ট থেকে মাত্র ২০ মিটার দূরে আসাম রাইফেলস-এর ক্যাম্প। গুলির শব্দ শুনে আসাম রাইফেলস-এর জওয়ানরা তাদের বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করে আইআরবি জওয়ানদের রক্ষা করে জঙ্গিদের মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েন।

টি রঞ্জিত সিং জানান, ভোররাত থেকে এখনও (এ খবর লেখা পর্যন্ত) উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। জঙ্গিরা পাহাড়ের চূড়া এবং নাগরিকদের বাসস্থানে পাতা ডেরা থেকে গুলি-মোর্টার বর্ষণ করছে। নাগরিকদের নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রীয় ও রাজ্য আধাসেনা বাহিনীকে বহু সতর্কতা অবলম্বন করে পাল্টা গুলি চালাতে হচ্ছে।

গৃহ কমিশনার টি রঞ্জিত আরও জানান, বিদ্যমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে মোরের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যে কোনও সময় আপৎকালীন মেডিক্যাল ব্যবস্থার প্রয়োজন হতে পারে। এছাড়া গোলাবারুদ, সেনাবাহিনী ইত্যাদির এয়ারলিফ্ট করতে কেন্দ্রের কাছে হেলিকপ্টার চেয়ে জরুরিভিত্তিতে চিঠি পাঠিয়েছেন তিনি।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত বছর তেংনোপাল জেলার মোরেতে একজন সিনিয়র পুলিশ অফিসারকে হত্যার ঘটনায় গত সোমবার নিউ মোরের ৮ নম্বর ওয়ার্ডের ফিলিপ খাইখোলাল খংসাই এবং কে মৌলসাং গ্রামের হেমখোলাল মেটকে গ্রেফতার করেছিল মণিপুর পুলিশ। গ্ৰেফতারকৃত দুজন কুকি-জো সংগঠনের শীর্ষ নেতা। গতকাল মঙ্গলবার সংগঠনের দুই শীর্ষ নেতাকে নিঃশর্তে মুক্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল কুকি সংগঠনটি।