মণিপুরে মন্ত্ৰী আবাসের বাইরে বোমা বিস্ফোরণ, আহত সিআরপিএফ জওয়ান


newsagartala24.com Images

Agartala, Oct 08, 2023, ওয়েব ডেস্ক থেকে


ইমফল, ৮ অক্টোবর  : ইমফল পশ্চিম জেলার অন্তর্গত সিংজামেই এলাকায় রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ দফতরের মন্ত্রী ইউমনাম খেমচাঁদের আবাসের প্রবেশদ্বারে বোমা বিস্ফোরণের এক ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় সিআরপিএফ-এর এক জওয়ান জখম হয়েছেন। ঘটনা গতকাল শনিবার রাতে সংঘটিত হয়েছে।

আজ রবিবার মন্ত্ৰী ইউমনাম খেমচাঁদ ঘটনার তথ্য দিয়ে জানান, গতকাল রাত প্রায় ৯:৫০ মিনিট নাগাদ তাঁর আবাসের প্রবেশদ্বার থেকে ১০-১৫ মিটার দূরে অজ্ঞাতপরিচয় বাইকার্স একটি হ্যান্ড গ্ৰেনেড নিক্ষেপ করে দ্রুতগতিতে পালিয়ে যায়। নিক্ষেপের সঙ্গে সঙ্গে গ্ৰেনেডটি প্রচণ্ড শব্দ করে বিস্ফোরিত হয়। তখন নিয়াপত্তার কাজে নিয়োজিত সিআরপিএফ-এর জনৈক এসআই দাস নামের জওয়ান জখম হয়েছেন। তাঁর ডান হাতে গ্রেনেডের বারুদ ছিটকে পড়েছে। ঘটনার সময় মন্ত্রী তাঁর আবাসেই ছিলেন, জানান খেমচাঁদ।

এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই অকুস্থলে ছুটে যান মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং। তিনি পুলিশ ও নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছ থেকে ঘটনার তথ্য নিয়েছেন। এ ধরনের বোমা হামলার তীব্ৰ নিন্দা করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শীঘ্র গ্ৰেফতার করা হবে বলে আশ্বস্ত করেছেন।