মণিপুর ইস্যু নিয়ে বিরোধীরা রাজনীতি করছেন: মেঘওয়াল


newsagartala24.com Images

Agartala, Jul 31, 2023, ওয়েব ডেস্ক থেকে


মণিপুর ইস্যু নিয়ে অযথা রাজনীতি করছেন বিরোধীরা। বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করে বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁরা অনাস্থা প্রস্তাব এনেছেন, স্পিকার সিদ্ধান্ত নিলেই এ বিষয়ে আমরা আলোচনা করব।” সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “আমরা প্রথম দিন থেকেই তাঁদের (বিরোধীদের) দাবি জানতে চেয়েছি, তাঁরা মণিপুর নিয়ে আলোচনা চেয়েছিল এবং যখন আমরা তাতে রাজি হয়েছিলাম, এখন তাঁরা নিজেদের দাবি পরিবর্তন করে এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কথা বলতে দাবি জানায়। তাঁরা এই ইস্যুতে রাজনীতি করার চেষ্টা করছে। তাঁরা অনাস্থা প্রস্তাব এনেছে, স্পিকার যখনই সিদ্ধান্ত নেবেন তখনই আমরা সে বিষয়ে আলোচনা করব।”

দিল্লি অর্ডিন্যান্স বিল প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, “বিজনেস লিস্টে যে সমস্ত বিষয় তালিকাভুক্ত রয়েছে, সোমবার তা নিয়েই আলোচনা হবে সংসদে। যখন অর্ডিন্যান্স তালিকাভুক্ত হবে আমরা তা জানিয়ে দেব।” একই কথা বলেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীও। যদিও, আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বলেন, “সোমবার সংসদে যে অধ্যাদেশ আনা হবে তা অগণতান্ত্রিক। এটা শুধু দেশের সংবিধানের বিরুদ্ধে নয়, দিল্লির ২ কোটি মানুষের বিরুদ্ধেও। বিজেপি বুঝতে পেরেছে, দিল্লিতে তাঁরা শেষ হয়ে গিয়েছে তাই তাঁদের হাইকমান্ড দিল্লি সরকারকে ধ্বংস করতে এই সিদ্ধান্ত নিয়েছে।”