মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না : মল্লিকার্জুন খাড়গে


newsagartala24.com Images

Agartala, Sep 28, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: মণিপুরের পরিস্থিতি নিয়ে কংগ্রেসের উদ্বেগের কথা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে প্রধানমন্ত্রী কেন মণিপুরে যাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাড়গে।

খাড়গের কথায়, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে আমরা প্রশ্ন করছি, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বালোদা বাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “কংগ্রেস দল মণিপুর নিয়ে উদ্বিগ্ন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সেখানে গিয়েছিলেন এবং আইডিআই জোটের ২১-২২ জন সাংসদ সেখানে গিয়েছিলেন।”
এরপরই মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাচ্ছেন না। সব জায়গায় গিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন। কেন তিনি মণিপুর ভুলে গিয়েছেন, কী কারণ হতে পারে, ভয় কীসের?… আমরা তাঁকে প্রশ্ন করছি কিন্তু তিনি আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না।”