মহিলা ক্রিকেটের মূলপর্বের পথে ত্রিপুরা দুরন্ত জয়।


newsagartala24.com Images

আগরতলা, Jan 10, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


মহিলা ক্রিকেটের মূলপর্বের পথে ত্রিপুরা
দুরন্ত জয়। বিদর্ভের বিরুদ্ধে। টানা ৪ ম্যাচে জয় পেয়ে ত্রিপুরা এখন রয়েছে শীর্ষ স্থানে। মূলপর্বে যাওয়ার প্রায় দোরগোড়ায়। জাতীয় সিনিয়র মহিলাদের ক্রিকেটে। ব্যাটে-‌বলে দাপট দেখিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছেন অন্নপূর্ণা জাস-‌রা। ভুবনেশ্বরের রেভেনশ বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার ত্রিপুরা  ৬৫  রানে পরাজিত করে বিদর্ভকে। প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরার গড়া ১৯১ রানের জবাবে বিদর্ভ ১২৬ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার ওপেনার মৌচৈতি দেবনাথ ৬৫ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করেন।

দুই ওপেনার মৌচৈতি এবং ইন্দ্ররাণী জমাতিয়া শুরুটা ধীরে হলেও ভালো করেন। ইন্দ্ররাণী ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে আউট হয়েছেন। এরপর মৌচৈতির সঙ্গে রুখে দাড়ান ঋজু সাহা। ওই দুজন কড়া প্রতিরোধ গড়ে তুলেন। তৃতীয় উইকেটে ওই জুটি ১৩৬ বল খেলে ৭৫ রান যোগ করেন। মৌচৈতি ১০১ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করেন। ঋজু ৯৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন। শেষ দিকে শিউলি চক্রবর্তী ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং রেশ্মা নায়েক১৭ বল খেলে ১৫ রান করেন। বিদর্ভের পক্ষে কে আর জনজাদ ৩৪ রানে ৩ টি এবং জি এস ওয়াংকর ২৪ রানে ২ টি উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় বিদর্ভ।দলের কোনও ব্যাটসম্যানই ত্রিপুরার আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি। বিদর্ভ ৪৮.‌৩ ওভার ব্যাট করে ১২৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে এল এম ইমানদার ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯, কাঞ্চন নাগওয়ানি ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৬,,এস ডাব্লুউ ধরণে ৮৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং জি এস ওয়াংকার ৪১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ত্রিপুরার পক্ষে প্রীয়াঙ্কা আচার্য ১৬ রানে ৩টি, হেনা হটচান্দিনী ২৫ রানে এবং রেশ্মা নাযেক ২৬ রানে ২ টি করে উইকেট দখল করেন। আসরে ৪ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে ত্রিপুরা। দলীয় ক্রিকেটারদের দুরন্ত পাপরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। কোচ নারায়ন চন্দ্র দে মনে করেন, দলীয় সংহতির জয় এটি। ১২ জানুয়ারি ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে গুজরাটের বিরুদ্ধে। ওই ম্যাচে জয় পেলে মূল পর্ব নিশ্চিত  হয়ে যাবে ত্রিপুরার।