মুখ্যমন্ত্রী আগে নিজের বকেয়া মিটিয়ে ডিএ দিক : সুকান্ত মজুমদার
Agartala, Jan 29, 2024, ওয়েব ডেস্ক থেকে
কলকাতা, ২৮ জানুয়ারি : সাত দিনের মধ্যে কেন্দ্রের বকেয়া টাকা না পেলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য,মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ জানুয়ারি বিকেলে রাজভবনের চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের জানিয়েছিল। তারপর কেটে গেছে দুদিন। এখনও কেন্দ্রের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। রবিবার এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”আগে নিজের বকেয়া মেটান মুখ্যমন্ত্রী। পরে অন্যের বকেয়ার কথা বলবেন।” সুকান্ত সরাসরি অভিযোগ করেন, ”সরকারি কর্মচারীদের ডি এ বাবদ টাকা থেকে মুখ্যমন্ত্রী বঞ্চিত করছেন। তারা স্পষ্ট হিসেব দিয়ে ৩৬ শতাংশ ডি এ দাবি করছেন। পরে কেন্দ্রের কাছে হিসেব দিয়ে বকেয়া চাইবেন।”