'মোদীকে আটকাননি কেন?' মোহন ভাগবতকে প্রশ্ন কেজরিওয়ালের
New Delhi, Sep 22, 2024, ওয়েব ডেস্ক থেকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার একটি জনসভায় তিনি বলেন, 'আমায় দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য ষড়যন্ত্র করেছিলেন নরেন্দ্র মোদী।' একইসঙ্গে তিনি RSS প্রধান মোহন ভাগবতকে একাধিক প্রশ্ন করলেন। BJP এবং নরেন্দ্র মোদীর কার্যকলাপ নিয়ে সরাসরি মোহন ভাগবতকে প্রশ্ন করলেন অরবিন্দ কেজরিওয়াল। সঙ্ঘ প্রধানকে তাঁর প্রশ্ন, 'আপনি কি মনে করেন ED-CBI দিয়ে একাধিক রাজ্যের সরকার ফেলে দেওয়ার যে চেষ্টা নরেন্দ্র মোদী করছেন তা সঠিক? যেহেতু RSS থেকেই BJP-র জন্ম তাই দল খারাপ পথে গেলে তা দেখার দায়িত্ব তো সঙ্ঘেরই।' মোদীকে এই ধরনের খারাপ পদক্ষেপ গ্রহণ করার হাত থেকে RSS কি কখনও বাধা দিয়েছে? এও প্রশ্ন কেজরিওয়ালের।
RSS এবং BJP-র সম্পর্ক কি তবে তলানিতে এসে ঠেকেছে? এই প্রশ্ন তুলে কেজরিওয়াল লোকসভা নির্বাচনের সময় জেপি নাড্ডার করা একটি বক্তব্য স্মরণ করান। যেখানে BJP-র সভাপতিকে বলতে শোনা গিয়েছিল, 'দলের আর RSS-কে প্রয়োজন নেই।' মোহন ভাগবতের কাছে তিনি জানতে চেয়েছেন, 'মায়ের (RSS) থেকে ছেলে (BJP) মুখ ফিরিয়ে নিয়েছে?'
একইসঙ্গে নেতাদের অবসরের জন্য RSS বয়স নির্ধারণ করে দিয়েছিল, সে কথা মোহন ভাগবতকে স্মরণ করান কেজরি। তিনি বলেন, 'যেখানে বর্ষীয়ান লালকৃষ্ণ আদবানির উপর এই নিয়ম লাগু হলো সেখানে অমিত শাহ কেন জানালেন নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না? কেন এমনটা হবে? জবাব দিন সঙ্ঘ প্রধান।'
দিল্লিতে একটি জনসভায় কেজরিওয়াল বলেন, 'গত ১০ বছর ধরে আমরা সততার সঙ্গে সরকার চালাচ্ছি। বিদ্যুৎ, জল এবং চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দিচ্ছি। শিক্ষা ব্যবস্থা উন্নত করেছি। আসলে মোদীজি ভেবেছিলেন আমাদের হারাতে গেলে আমাদের সকলকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে হবে। তার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কেজরিওয়াল, সিসোদিয়া এবং আপকে অসৎ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আমাদের জেলবন্দি করা হয়েছে।'
আগামী কয়েকদিনের মধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর বাংলো ছেড়ে দেবেন বলে জানান কেজরিওয়াল। আবেগঘন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'আমার কোনও বাড়ি নেই। গত ১০ বছরে শুরু ভালোবাসা কামিয়েছি। বহু মানুষ ফোন করে তাঁদের বাড়িতে থাকার কথা বলেছেন আমায়। পিৃতপক্ষ শেষে নবরাত্রির শুরুতে আমি এই বাংলো ছেড়ে বেরিয়ে আসব। আপনাদেরই কারও না কারও সঙ্গে থাকব।'
গত মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল। তিহাড় জেল থেকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তির পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন তিনি। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর তিহাড়েই বন্দি ছিলেন তিনি। তাঁর কুর্সিতে বসেছেন আস্থাভাজন আতিশি। ২০২৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন। ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর আইনজীবীদের আশঙ্কা এই মামলা ১০ বছর পর্যন্ত চলতে পারে।