মোহনপুর যুব বিষয়ক ক্রীড়া কার্য্যালয় প্রথম বারের মত ব্রহ্ম কুন্ড মেলাতে স্টল প্রদর্শন করেন বিশ্বজিৎ শিল


newsagartala24.com Images

আগরতলা, Apr 04, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


মোহনপুর যুব বিষয়ক ক্রীড়া কার্য্যালয় এই প্রথম বারের মত ব্রহ্ম কুন্ড মেলাতে স্টল প্রদর্শন করেন,  এই স্টল  উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সহকারি সভাধিপতি বিশ্বজিৎ শিল মহোদয়,মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব মহাশয় পশ্চিম জেলার সদস্য জয়লাল দাস মহাশয়, এডিসির ইএম রবীন্দ্র দেব্বর্মা মহাশয় মোহনপুর মহকুমা প্রশাসক শ্রী সুভাষ দত্ত  মহাশয় ও মোহনপুর আর ডি ব্লকের বিডিও শ্রী ধরিত্রী শেখর মহাশয়। স্টল উদ্বোধনের সময়  দপ্তরের কর্মীরা উদ্বোধকদের উত্তরী পড়িয়ে অভ্যার্থনা জ্ঞপন করেন, সেই সঙ্গে ছোট ছোট ক্ষুদে খেলোয়াড়দের দ্বারা যোগা প্রদর্শন করা হয়। তাদের এই যোগা প্রদর্শনে ও স্টলের সাজ- সজ্জা দেখে উপস্থিত জনগন ও অতিথিরা খুবই আনন্দিত বোধ করেন এবং যোগা খেলোয়াড়দের কে উৎসাহিত করেন।

এই উদ্বোধনের অনুষ্ঠানে মোহনপুর মহকুমার সমস্ত শারীরিক শিক্ষকগণ ও উপস্থিত ছিলেন। এই খবর জানিয়েছেন মোহনপুর যুব বিষয়ক ক্রীড়া কার্যালয়ের আধিকারিক শ্রীমতী জ্যোতি দাস, ইয়ুথ প্রোগ্রাম অফিসার মহাশয়া।