রণজি ট্রফি:‌ম্যাচের সেরা শ্রীদাম জয় দিয়ে মরশুম শুরু ত্রিপুরার


newsagartala24.com Images

আগরতলা, Jan 08, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


দুরন্ত জয় ত্রিপুরা। ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচে অনেকটা অনায়াসেই পরাজিত করলো গোয়াকে। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা জয়লাভ করে ২৫৬ রানে। তৃতীয় দিনের শেষেই ত্রিপুরার জয়  অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো। দেখার ছিলো শেষ দিনে কতটা লড়াই ছুড়ে দিতে পারেন সফররত দলের ক্রিকেটাররা। উইকেট রক্ষক ব্যাটসম্যান সিদ্ধার্থ কে ভি-‌র দুরন্ত শতরানে কিছুটা লড়াই করলেও তা প্রযোজনের তুলনায় যথেষ্ট ছিলো না।

ত্রিপুরার প্রথম ইনিংসে গড়া ৪৮৪ রানের জবাবে গোয়া মাত্র ১৩৫ রান করতে সক্ষম হয়। ৩৪৯ রানে এগিয়ে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ৫০১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গোয়া মাত্র ২৬২ রান করতে সক্ষম হয়। তৃতীয় দিনের ৩ উইকেটে ৪৮ রান নিয়ে খেলতে নেমে সোমবার দিনের শুরু থেকেই সফররত দলের উপর সাড়াশি আক্রমণ করেন ত্রিপুরার বোলাররা। আর তাতে ক্রমাগত উইকেট হারাতে থাকে গোয়া। ৩ নম্বরে ব্যাট করতে নামা সিদ্ধার্থ যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে গোয়ার ইনিংস আরও আগেই গুটিয়ে যেতো। ঠান্ডা মাথায় ব্যাট করে সিদ্ধার্থ আপ্রাণ চেষ্টা করেছেন পরাজয় এড়াতে। সিদ্ধার্থ ২৫৮ বল খেলে ২৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫১ রান করেন। চাপের মুখে কার্যত একাই লড়াই করেন সিদ্ধার্থ। এছাড়া দলের পক্ষে লক্ষয় এ গার্গ ৭০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭, দলনায়ক দর্শন মিশাল ৮২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩,দীপরাজ গোয়েঙ্কার ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অর্জুন তেন্ডুলকর ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। গোয়া ৯৭.‌২ ওভার ব্যাট করে ২৬৩ রান করতে সক্ষম হয়।

ত্রিপুরার পক্ষে রাণা দত্ত ৪৫ রানে, মণিশঙ্কর মুড়াসিং ৬৪ রানে ৩ টি এবং অভিজিৎ সরকার ৪২ রানে ২ টি উইকেট দখল করেন। ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান সাহা এদিন ৯ জন বোলারকে ব্যবহার করেছেন। ম্যাতের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ত্রিপুরার শ্রীদাম পাল। ম্যাচে জয় পেয়ে ত্রিপুরা পেলো ৬ পয়েন্ট। ১২-‌১৫ জানুয়ারি ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি।