রাজধানীর জয়গুরু এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত স্কুটি চালক

আগরতলা, Apr 22, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
ধলেশ্বর জয়গুরু এলাকায় এক ভয়াবহ যান দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ গেলো স্কুটি চালকের। মালবাহী গাড়ি ও স্কুটির সংঘর্ষে এই ঘটনাটি ঘটে। ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ঘাতক গাড়ির চালক। অপরদিকে মৃত স্কুটি চালকের পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের অনুমান মৃত স্কুটি চালকের বাড়ি আড়ালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, মঠ চৌমুহনী থেকে আড়ালিয়ার দিকে যাচ্ছিলো গাড়িটি। অপরদিকে আড়ালিয়া থেকে মঠ চৌমুহনীর দিকে যাচ্ছিলো স্কুটিটি। তখনই ধলেশ্বর রামকৃষ্ণ মিশন সংলগ্ন সড়কে TR08-1886 নম্বরের ওই মালবাহী গাড়ি এবং TR01-A-W9259 নম্বরের স্কুটিটির সংঘর্ষ ঘটে।সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে স্কুটি চালক। এতে মাথায় প্রচণ্ড আঘাত লাগে তার, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই স্কুটি চালক। সাথে সাথে স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে, তারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।