তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত


newsagartala24.com Images

আগরতলা, Apr 24, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


2025-26 অর্থ বর্ষের বাজেট বরাদ্দের টাকা বিভিন্ন দপ্তরে পৌঁছে গেছে। সেই মতো রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরেও বাজেটের অর্থ রাশি পৌঁছে গেছে ।এই বাজেট বরাদ্দ বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণের জন্য বৃহস্পতিবার এই অর্থ বর্ষের প্রথম রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক করলো তপশিলি জাতি কল্যাণ দপ্তর ।জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব এবং অধিকর্তা সহ ৮ জেলার জেলা আধিকারিকগণ ।

এই বৈঠক প্রসঙ্গে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান ,২০২৫-২৬ অর্থ বর্ষের প্রথম পর্যালোচনা বৈঠক এটি ।এই বৈঠকে চলতি অর্থ বর্ষে প্রাপ্ত বরাদ্দ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই লক্ষ্যে সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করা হবে ।একই সাথে 24-25 অর্থ বর্ষের বাজেট বরাদ্দের টাকায় তপশিলি জাতি অংশের জনগণের কতটা সাহায্য সহযোগিতা করা গেছে, কোন কোন জায়গায় কাজে ঘাটতি  রয়েছে সেই সম্পর্কেও চুলচেরা বিশ্লেষণ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি আরো জানান ,রাজ্যের তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের সার্বিক কল্যাণে ১০০ দিনের পরিকল্পনা গ্রহণ করা হবে ।এই ১০০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।