রাজনাথ সিং আফিম চাষ রুখতে পদক্ষেপ করার আশ্বাস
আগরতলা, Sep 18, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
মণিপুরে আফিম চাষ ধবংসে প্রয়োজনে ব্যবহার করা হতে পারে বায়ুসেনার বিমান। মণিপুর সরকার আবেদন জানায় তাহলে এমনই পদক্ষেপ করা হবে। মেতেই সংগঠনকে আশ্বস্ত করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গোষ্ঠী সংঘর্ষে অশান্ত মণিপুর নিয়ে সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপি দেন রাজনাথ সিংয়ের কাছে। যেখানে একাধিক বিষয়ের পাশাপাশি কুকি মাদক পাচারকারী ও জঙ্গিদের কথা উল্লেখ করা হয়।
জাতীয় নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। মণিপুর রাজ্যের সমস্ত আফিম চাষের জমি ধ্বংস করে দেওয়ার আবেদন জানানো হয়। এর জন্য যেন বায়ুসেনাকে ব্যবহার করা হয়।
রাজনাথ সিং আফিম চাষ রুখতে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। মণিপুর সরকার যদি এই একই আবেদন কেন্দ্রের কাছে জানায় তাহলে আফিমের জমি ধ্বংস করতে বায়ুসেনার বিমান কাজে লাগানো হবে।” প্রায় ২৫টি কুকি জঙ্গি গোষ্ঠী।
এই বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে চিন ও আইএসআই।পাহাড়ে রয়েছে মাদকচক্রের ঘাঁটি। মায়ানমার হয়ে সেই মাদক পৌঁছে যায় গোটা বিশ্বে।