রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দিলেন অশ্বিনী বৈষ্ণব, লড়ছেন ওডিশা থেকে


newsagartala24.com Images

Agartala, Feb 15, 2024, ওয়েব ডেস্ক থেকে


ভুবনেশ্বর, ১৫ ফেব্রুয়ারি : রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আসন্ন রাজ্যসভা নির্বাচনে ওডিশা থেকে লড়ছেন তিনি, বুধবারই বিজেপির পক্ষ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নাম ঘোষণা করা হয়। তাঁকে সমর্থনের কথা জানায় নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি)। আর বৃহস্পতিবার তিনি মনোনয়ন পত্র পেশ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগে এদিন সকালে ভুবনেশ্বরে বিজেপির সদর দফতরে পৌঁছন। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলেন, এরপর রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।