রাজ্যের চারজন খেলোয়ারকে আর্থিক সহায়তা প্রদান লংতরাই গুঁড়ো মশলার
আগরতলা, May 08, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
রাজ্যের চারজন খেলোয়ারকে আর্থিক সহায়তা প্রদান লংতরাই গুঁড়ো মশলার।।
অন্যদা স্পাইসেস ইন্ডাস্ট্রি। যার মধ্যে তৈরি হয় লংতরাই গুঁড়ো মশলা। রাজ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো এই লংতরাই গুঁড়ো মশলা। সারা বছরই লংতরাই গুঁড়ো মশলার তরফে ব্যবসায়িক কর্মকান্ড ছাড়া ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত থাকে লংতরাই গুঁড়ো মশলার কর্নধার সহ অন্যান্যরা। এরই অঙ্গ হিসেবে এবার রাজ্যের চারজন খেলোয়াড়কে সংবর্ধিত করা হলো লংতরাই গুঁড়ো মশলার তরফ থেকে। মঙ্গলবার বোধজং নগর স্থিত লংতরাই গুঁড়ো মশলার কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠক করে খেলোয়ারদের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন প্রতিষ্ঠানের কর্নধার রতন দেবনাথ। খেলোযারদের মধ্যে দুজন হলেন প্যারা সুইমার। একজন বিনীত রায় ও দ্বিতীয় জন সমীর বর্মণ। তারা দুজনেই এবার ত্রিপুরা থেকে প্রথমবার সিঙ্গাপুরে যাবেন সিটি প্যারা সুইমিং ওয়ালর্ড সিরিজ চ্যাম্পিয়ন শিপে অংশ গ্রহন করতে। এটা রাজ্যের জন্য বিশাল বড় একটা গর্বের বিষয়।এর আগে কোনো প্যারা সুইমার এই সফলতা অর্জন করতে পারেনি। তাদের সাথে যাবেন কোচ দীপক দাস। এদের দুজনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করে লংতরাই গুঁড়ো মশলা। তৃতীয় খেলোয়াড় দাবাড়ু আরাধ্যা দাসকে দেয়া হলো ৫ হাজার টাকা। আরাধ্যা আগামী ৯ থেকে ২১ জুন কাজাকিস্থানে যাবে এশিয়ান ইউথ চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে। চতুর্থ খেলোয়াড় হিসেবে মাস্টার্স এথলেট মিতালি দেবনাথকে দেয়া হলো ২৫ হাজার টাকা। তিনি ফিলিপিন্সে সদ্য সমাপ্ত এশিয়ান মাস্টার্স স্পোর্টস এথলেটিক্স মিটে ভারতের হয়ে স্বর্ণ পদক অর্জন করেছিলেন। এবার তিনি আগামীতে যাবেন ওয়ার্ল্ড মাস্টার্স এথলেটিক্স চ্যাম্পিয়নশিপে, যা হবে সুইডেনে ১৩ থেকে ২৫ আগস্ট। রাজ্যের চার জন খেলোয়াড়ের পাশেই দাঁড়ালো লংতরাই গুঁড়ো মশলা। খেলোয়াড়রা খুব খুশি হলেন লংতরাই গুঁড়ো মশলার এই আয়োজনে