রাজ্য ক্রিকেট গোল্লায়, ডেপুটেশন খেলায় মগ্ন টিসিএর একাংশ। এর পেছনে কি রয়েছে অন্য সাপ লুডোর খেলা
আগরতলা, Nov 26, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
রাজ্য ক্রিকেট সংস্থার আসল কাজ কি,তা ই হয়তো ভুলে গেছেন বর্তমানে টিসিএর দায়িত্বে থাকা প্রতিনিধিরা। ক্রিকেট ছাড়া সবই হচ্ছে এখন টিসিএতে। ভাগ্য ভালো প্রয়াত সমীরণ চক্রবর্তীর। ওনার সাজানো টিসিএতে এখন যে সব কর্মকান্ড চলছে, তার স্বাক্ষী হয়তো হতে হলো না সমীরণ চক্রবর্তীকে। রাজ্য ক্রিকেট সংস্থার দায়িত্বে থাকা বর্তমান প্রতিনিধিরা এখন মগ্ন মামলা, মোকাদ্দমা, ডেপুটেশন নিয়ে।যা ই দেখা গেল ফের ফায়ার সার্ভিস চৌমুহনীতে গতকাল। প্লে কার্ড গলায় ঝুলিয়ে সাইকেল বাবু, টাকা বাবুরা ফ্লাডলাইট কেলেঙ্কারি ঘিরে সরব হলেন। সঙ্গে এমন অনেককে দেখা গেল যারা শাসক দলের লোক।যাদের কাছে ভাজপার গুরুত্ব বিশাল।রাজ্যের একটা অংশের ক্রিকেট প্রেমী ও প্রাক্তন কয়েকজন ক্রিকেটারদের প্রশ্ন হলো, ফ্লাডলাইট নিয়ে তো মহামান্য হাইকোর্টের কাছে মামলা দায়ের করা হয়েছে। টিসিএর দুজন আজীবন সদস্য দাবি করলেন এমবিবি স্টেডিয়ামে নাকি ফ্লাডলাইট নিয়ে ভেজাল রয়েছে। আদালত এই মামলা পেয়ে সিট ও গঠন করলো। স্পেশাল ইনভেস্টিগেশন টিম এখন এর তদন্ত চালিয়েছে। এতে তো স্পস্ট মামলাটি আদালতে বিচারাধীন।প্রাপ্ত খবর এরকম যে, সিট তাদের একটি প্রাথমিক রিপোর্ট ও জমা দিয়েছে কোর্টে। আইন তো চলছে তার পথেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্পস্ট নির্দেশ কোনো ধরনের অন্যায় যে কোনো ক্ষেত্রেই বরদাস্ত করা হবে না। স্বচ্ছতার অন্যতম এক নির্দশন হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ই আবার স্বরাষ্ট্রমন্ত্রী ও। তাহলে এখন প্রশ্ন হলো, বর্তমান টিসিএর কর্মকর্তাদের এত তাড়াহুড়ো কেন। তাহলে তো এতে স্পস্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর টিসিএর বর্তমান কমিটির আস্থা হয়তো নেই। না হলে তারা কেন পুলিশ মহানির্দেশকের সাথে দেখা করে ডেপুটেশনে মিলিত হলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর তো তাদের কাজ করেই চলেছে।কিন্তু টিসিএর বর্তমান কমিটি এই নিয়ে সন্ধিহান প্রকাশ করলো কেন। যদি তারা সিটের কাজে সন্তুষ্ট হতেন তাহলে তো তারা এই ডেপুটেশন দিতেন না। তা ও ডিজিবির কাছে লিখিত আকারে টিসিএর জেনারেল বডির মেম্বার সহ এক,দুজন লাইফ মেম্বার ডেপুটেশন দিলেন। টিসিএ সূত্রের খবর, তাহলে কি প্রকারান্তরে টিসিএর বর্তমান কমিটি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, এই রাজ্যের আইন কানুন ও শাসন ব্যবস্থার উপর একটি প্রশ্ন চিহ্ন একে দিলেন। বিসিসিআই এর বিভিন্ন টুর্নামেন্ট গুলোতে একের পর এক পরাজয়ই হজম করছে রাজ্যদল, তা নিয়ে তো কোনো হেলদোলই দেখা যাচ্ছে না সাইকেল বাবু,টাকা বাবুদের মধ্যে। প্রাপ্ত খবর এরকম যে, স্বচ্ছ মুখ্যমন্ত্রীর স্বচ্ছতাকে কালিমালিপ্ত করতেই নাকি টিসিএর মধ্যে থাকা একটা চক্র এই সব কাজ চালিয়ে যাচ্ছে।এর মধ্যে বেশির ভাগই অতীতে ছিলেন বাম, সময়গুনে বনে গেলেন রাম। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের অভিমত, বর্তমান সরকারের সজাগ দৃষ্টি নিক্ষেপ করা দরকার এই সব বিষয়ে,যাতে করে সেই সব বাম মার্গীয় ব্যক্তিরা যাতে সবার অলক্ষ্যে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারেন। ক্রিকেট চলুক ক্রিকেটের মতোই এটাই চায় গোটা রাজ্যবাসী। ক্রিকেটকে নিয়ে আর কত ধান্দাবাজি হবে এই রাজ্যে,প্রশ্ন আপামর জনগণের।।।।