রিতা নাগকে সংবর্ধনা জ্ঞাপন করলো ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশন


newsagartala24.com Images

আগরতলা, Mar 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


রিতা নাগকে সংবর্ধনা জ্ঞাপন করলো ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান বডি বিল্ডারস  ফেডারেশন এর উদ্যোগে ১৪ তম ফেডারেশন কাপ সম্পন্ন হলো লখনৌতে। এতে  ত্রিপুরার মেয়ে রিতা নাগ অংশগ্রহণ করে স্বর্ণ পদক অর্জন করলেন। রিতা নাগ ত্রিপুরার প্রথম মহিলা বডি বিল্ডার, যিনি এই ফেডারেশন কাপে অংশগ্রহণ করে অর্জন করলেন স্বর্ণপদক।

রবিবার তাকে আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস এসেসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বডি বিল্ডার দুলাল কর্মকার সহ সংস্থার সচিব তনয় দাস প্রমুখরা। রিতা নাগের এই সাফল্যে খুশি গোটা রাজ্যবাসী।