শনিবার মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন রচনা


newsagartala24.com Images

Agartala, Mar 23, 2024, ওয়েব ডেস্ক থেকে


হুগলি, ২৩ মার্চ : তৃণমূলের টিকিটে আত্মবিশ্বাসী অভিনেত্রী রচনা। তিনি মানুষের কাজের জন্য রাজনীতির ময়দানে। নতুন করে কিছু পাওয়ার নেই। আগেই জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাই নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছেন।শনিবার সকালও তার ব্যতিক্রম ছিলনা। হুগলির সিঙ্গুর বিধানসভার বেড়াবেড়ী অঞ্চলের পুজো দেওয়ার পর চৌখণ্ডিপোঁতা নিবাসী মানিক বাগের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন সারলেন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি।এরপর সিঙ্গুর বিধানসভার বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে মিলিত হলেন।এর পাশাপাশি ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবার অহ্বান জানান।এদিনের প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন হুগলির সিঙ্গুর বিধানসভার ও হুগলির হরিপাল বিধানসভার বিধায়ক বেচারাম মান্না ও করবী মান্না সহ সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।