শিক্ষা সম্প্রসারণে মুখ্যমন্ত্রীকে আরো উদ্যোগী হতে দাবী জানালো NSUI


newsagartala24.com Images

আগরতলা, Apr 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


রিকাঠামোগত উন্নতি সাধন করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করতে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নিকট দাবি জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই ।বুধবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ছাত্র নেতৃবৃন্দ এই দাবি জানান। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান ,২০১৮ সাল থেকে বর্তমান রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করে চলছে ।ছাত্র-ছাত্রীর সংখ্যা কম এই অজুহাতে গ্রাম পাহাড়ে বিভিন্ন বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।এখন বলা হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্পে সিবিএসইর অধীন যে সমস্ত বিদ্যালয় গুলি কে নিয়ে যাওয়া হয়েছে, সে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণি থেকে হয় ইংরেজিতে নয় হিন্দি ভাষায় পড়াশোনা করতে হবে ।নতুবা তাদের বিদ্যালয় ত্যাগ করতে হবে ।এই ব্যবস্থার তীব্র প্রতিবাদ জানান এন এস ইউ আই নেতৃবৃন্দ ।নেতৃবৃন্দ আরো জানান, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত টেট ওয়ান এবং টেট টু মিলিয়ে 5192 টি শিক্ষকের পদ অবলুপ্ত করা হয়েছে।বর্তমানে রাজ্যে ৮ হাজার ৫২৯ টি শিক্ষকের পদ  শূন্য  অবস্থায় পড়ে রয়েছে। এই শূন্য পদ পূরণে রাজ্য সরকারকে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করার দাবি জানান নেতৃবৃন্দ।