শুরু হতে চলছে অনূর্ধ্ব-১৪ রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতা

আগরতলা, Nov 04, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
আগামী ৭ই নভেম্বর থেকে অমরপুরে শুরু হতে চলছে অনূর্ধ্ব-১৪ রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। এই বিষয়টিকে সামনে রেখে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে শনিবার রানীবাজার এইচ.এস স্কুল কোচিং সেন্টার মাঠে অনুর্ধ-১৪ পশ্চিম জেলা ফুটবল দল গঠন করা হয়। পশ্চিম জেলার সদর,মোহনপুর ও জিরানিয়া এই ৩ টি মহকুমা থেকে ফুটবলারদের বাছাই করে পশ্চিম জেলার দল গঠন করা হয়। যা আগামি ৭-৯ নভেম্বর অমরপুরে অনুষ্ঠিত হওয়া রাজ্যভিওিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব মদন বণিক বলেন এই বছর প্রতিযোগিতার জন্য বাছাইকৃত দল অত্যন্ত শক্তিশালী যার ফলে প্রত্যাশা রয়েছে এ দল অমরপুরে অনুষ্ঠিত হতে চলা রাজ্যভিত্তিক টুর্নামেন্টে ভালো ফলাফল করবে।