সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জিবি প্লে সেন্টারকে হারিয়ে প্রগতি সেমিফাইনালে


newsagartala24.com Images

আগরতলা, Feb 18, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


প্রত্যাশিতভাবেই প্রগতি প্লে সেন্টার সেমিফাইনালে পৌঁছুলো। আগামী কুড়ি ফেব্রুয়ারি সদর ক্রিকেটের সেমিফাইনালে প্রগতি প্লে সেন্টার, চাম্পামুড়া কোচিং সেন্টারের মুখোমুখি হবে। আজ, মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রগতি প্লে সেন্টার ১১১ রানের বড় ব্যবধানে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে।

নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে মঙ্গলবার সকালে কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুতে টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষ ওভার ১ বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে প্রগতি প্লে সেন্টার ২০৫ রান সংগ্রহ করে। ‌ দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেবের ৫৭ রান এবং দীপজ্যোতি বণিকের ৩৪ রান উল্লেখযোগ্য। জিবি প্লে সেন্টারের অভয় দেব ১৩ রানে তিনটি উইকেট পেয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে জিবি প্লে সেন্টার ৩৫.৪ ওভার খেলে ৯৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে শ্রেয়ান ভৌমিক সর্বাধিক ২১ রান পায়। প্রগতি প্লে সেন্টারের রাজদীপ দেব দশ রানে এবং অনিকেষ বিশ্বাস ২৮ রানে তিনটি করে উইকেট পেয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে অনিকেষ বিশ্বাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব