সমলিঙ্গে বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাল সংঘ ও ভিএইচপি
Agartala, Oct 17, 2023, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি, ১৭ অক্টোবর : সমলিঙ্গে বিয়েকে আইনি স্বীকৃতি না দেওয়ার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ।
সংঘের সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেছেন, সমকামী বিবাহ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সকল বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত নিতে পারে।
ভিএইচপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বলেছেন, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান পিতামাতা সহ সংশ্লিষ্ট সকল পক্ষের কথা শোনার পরে সমকামী বিবাহের বিষয়ে সুপ্রিম কোর্টে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্বাগত। সমকামী বিবাহকে রেজিস্ট্রেশনের যোগ্য মনে না করার এবং এটিকে মৌলিক অধিকারের মর্যাদা না দেওয়ার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত একটি সন্তোষজনক পদক্ষেপ। এছাড়াও, সমকামীদের সন্তান দত্তক নেওয়ার অধিকার না দেওয়া একটি ভাল পদক্ষেপ।