সরস্বতী মাকে নিয়ে ব্যস্ত ছাত্র ছাত্রীরা


newsagartala24.com Images

আগরতলা, Feb 01, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


পুজোর বাজারে প্রশাসনিক নীরবতায় দ্রব্যসামগ্রীর  আগুন দরে বিব্রত ক্রেতা সাধারণ :
দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির ছ্যাকা লেগেছে বাগদেবীর পুজো বাজারেও। প্রতিমা থেকে শুরু করে ফল ফসারি ও অন্যান্য উপাচারের মূল্যও গগনচুম্বী । এই অবস্থায় সাধ  আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে কেনাকাটা করছেন ক্রেতা সাধারণ ।মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের কোন উদ্যোগ বাজারগুলোতে চোখে পড়েনি। রাত পোহালেই মাঘী শুক্লা পঞ্চমী ।অর্থাৎ বিদ্যার দেবী সরস্বতী বন্দনা ।বাঙালির বারো মাসে তেরো পর্বোনেরই এক অন্যতম পার্বণ এই সরস্বতী পুজো ।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ অধিকাংশ শিক্ষার্থীদের বাড়িঘরেই সরস্বতী পূজোর আয়োজন করা হয় ।সরস্বতী পুজোকে কেন্দ্র করে শুক্রবার থেকেই শুরু হয়েছে পুজোর বাজার। শুক্রবার থেকে রাজধানীর প্রতিটি বাজারেই বাগদেবীর পূজোর আয়োজকদের ভির পরিলক্ষিত হচ্ছে ।কিন্তু পুজোর বাজারে পুজোর উপাচারের লাগামহীন অগ্নি মূল্যে হাতে ছ্যাকা লাগছে ক্রেতাসাধারণের ।

হঠাৎ করেই বেড়ে গেছে ফল ফসারির দাম ।আপেল, আঙ্গুর ,কূল,কলা থেকে শুরু করে সব কিছুর দামই ঊর্ধ্বমুখী ।একই অবস্থা প্রতিমা বাজারেও ।ছোট প্রতিমা দেড়শ টাকা থেকে শুরু ।প্রতিমার সাজ এবং সাইজ অনুসারে দাম ভিন্ন ভিন্ন ।অগ্নি মূল্যের বাজারে বাজার করতে এসে হোচট খাচ্ছেন ক্রেতা সাধারণ। এদিন প্রতিমা ক্রয় করে এক কলেজ পড়ুয়া জানান, অনেক বলে কয়ে তিনি 420 টাকায় প্রতিমা ক্রয় করেছেন। তিনি জানান ,তিনি নিজে একজন ছাত্র ।তার উপর সরস্বতী পুজো বলে কথা ।তাই শেষ পর্যন্ত ৪২০ টাকায় প্রতিমা ক্রয় করেছেন তিনি।
এদিকে পূজোর বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কোন উদ্যোগ এদিন রাজধানীর কোন বাজারেই পরিলক্ষিত হয়নি ।প্রশাসনের এই ধরনের গা ছাড়া মনোভাবে উৎসাহিত হয়েই বিক্রেতারা নিজের মত করে দামদর হাকাচ্ছেন বলে বিভিন্ন মহলের অভিমত। পুজোর বাজারে প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।এই ক্ষোভ নিয়েই সাধ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রেখেই ক্রেতাসাধারন পূজোর বাজার সারছেন।