মানব পাচারের সাথে যুক্ত দুই ভারতীয় টাউট গ্রেপ্তার
আগরতলা, Feb 01, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
মানব পাচারের সাথে যুক্ত দুই ভারতীয় টাউট গ্রেপ্তার মানব পাচার কাজে যুক্ত দুই ভারতীয় টাউট কে আটক করলো আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ ।ধৃতরা হলো রাজধন সরকার এবং আকাশ রায় ।তাদের বাড়ি যথাক্রমে লেফুঙ্গা থানা ও সিধাই থানা এলাকায়। শুক্রবার মধ্যরাতে আগরতলা জিআরপি থানা,বিএসএফ, সিধাই থানা,লেফুঙ্গা থানা এবং বামুটিয়া ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে দুই ভারতীয় টাউটকে আটক করা হয়। আটককৃত ওই দুই মানব পাচারকারীর নাম রাজধন সরকার ও আকাশ রায়। তাদের একজনের বাড়ি লেফুঙ্গা থানা এলাকায় এবং অপরজনের বাড়ি সিধাই থানা এলাকায়। এই বিষয়ে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে আগরতলা জিআরপি থানার আধিকারিক তাপস দাস জানান, বহুদিন ধরেই মানব পাচারের সাথে যুক্ত ছিলো এই দুইজন। অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের বর্ডার পারাপারে সাহায্য করতো এরা। তাদের বিরুদ্ধে পুলিশের নিকট অভিযোগও ছিলো। সেই অভিযোগের উপর ভিত্তি করেই তাদেরকে গ্রেফতার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের সাথে যুক্ত আরো মানব পাচারকারীদের নাম জানতে পেরেছে পুলিশ। তাদেরকে আটক করতেও মাঠে নামবে পুলিশ। সেই সাথে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আটককৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। একই সাথে গত জানুয়ারি মাসে আগরতলা রেলস্টেশন থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারী ৯ জন বাংলাদেশী নাগরিক এবং বর্ডার পারাপারে সাহায্যকারী ১৩ জনকে ভারতীয় মানব পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার আধিকারিক তাপস দাস। মূলত রেল স্টেশনের নিকটবর্তী বর্ডারগুলোকে ব্যবহার করে রাজ্যে সবচাইতে বেশী অবৈধ প্রবেশ ঘটছে বলে জানান তিনি।
রেল পুলিশের তথ্য অনুযায়ী বিগত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে অনেকটাই হ্রাস পেয়েছে অবৈধ প্রবেশকারীদের সংখ্যা।