সিকিমের সংকট পরিস্থিতি এড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং
Agartala, Oct 04, 2023, ওয়েব ডেস্ক থেকে
গ্যাংটক, ৪ অক্টোবর : প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, সংকট পরিস্থিতি এড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, উত্তর সিকিমের তিস্তা নদীর উৎসস্থলে তিস্তা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় তিনি মর্মাহত ও দুঃখিত। মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ, সমস্ত সংস্থা এবং ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার তার বার্তায় মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের অনেক নাগরিককে সংকট ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সরকার জনগণের উদ্বেগ দূর করতে যথার্থ ব্যবস্থা গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী তামাং বুধবার সকালে কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বলেন, সরকার অসহায় মানুষদের সহায়তা করতে যথার্থ ব্যবস্থা গ্রহণ করবে।