সুইডেনে আন্তর্জাতিক মাস্টার্স এথলেটিক্সে স্বর্ণপদক জয়ের টার্গেট নারায়ণের


newsagartala24.com Images

আগরতলা, Jan 17, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


এবার সুইডেনে আন্তর্জাতিক মাস্টার্স এথলেটিক্সে স্বর্ণপদক জয়ের টার্গেট নারায়ণের।।।। নারায়ণ ঘোষ। পেশায় তিনি একজন মৃৎ শিল্পী। তবে তার নেশা খেলার মাঠে। রাজ্যের অন্যতম একজন স্বনামধন্য মাস্টার্স এথলেট তিনি।

বয়স প্রায় ৫০ এর অধিক ওনার। তবে এখনো মাঠে প্রতিনিয়ত ট্রেক এন্ড ফিল্ডে নিয়মিত অনুশীলন করে চলেছেন তিনি। সদ্য সমাপ্ত এশিয়ান মাষ্টার্স এথলেটিক্স মিটে রৌপ্য পদক অর্জন করেছেন নারায়ণ বাবু। এখন তার টার্গেট সুইডেনে হওয়া আন্তর্জাতিক মাস্টার্স এথলেটিক্স মিটে অংশগ্রহণ করে পদক অর্জন করা। অভাবের সংসার নারায়ণ বাবুর। প্রতিমা তৈরি করে যতটুকু রোজগার হয়,তাতেই উনুন জ্বলে ওনার। এককথায় বলতে গেলে নুন আনতে পান্থা ফুরোয় নারায়ণ ঘোষের। এরপর ও মাঠকে কোনো ভাবেই ছাড়তে রাজি নন তিনি। এত বছর ধরে মাঠের সঙ্গে জড়িত রয়েছেন নারায়ণ ঘোষ। হাজারো সমস্যার সম্মুখীন হয়েছেন,এরপর ও কিন্তু হাল ছাড়েন নি। এবার নারায়ণ বাবুর লক্ষ্য সুইডেনে আন্তর্জাতিক মাষ্টার্স এথলেটিক্স মিটে অংশগ্রহণ করে স্বর্ণ পদক অর্জন করা। তবে অর্থের বড়ই প্রয়োজন এই আসরে অংশগ্রহণ করতে। এর জন্য গোটা রাজ্য বাসীর কাছে আবেদন করলেন নারায়ণ বাবু, যদি কেউ সহায়তার হাত বাড়িয়ে দেন তবে তিনি খুবই উপকৃত হবেন।