স্কাউটস ও গাইডসের এক দিনের শিবির অনুষ্ঠেয়।।।

আগরতলা, Feb 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অন্তর্গত ভারত স্কাউটস এন্ড গাইডসের উদ্যোগে শনিবার নাগিছড়াস্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এক দিবসীয় হাইকিং কাম প্রকৃতি অধ্যয়ন এবং এক্সপোজার ভিজিট প্রোগ্রাম।
স্কাউটস এবং গাইডসরা যোগেন্দ্রনগর বিদ্রোহী কবি নজরুল বিদ্যভবন প্রাঙ্গণ থেকে সকাল আটটায় হাইকিং শুরু করে নাগিছরা হর্টিকালচার কমপ্লেক্সে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি শুরু হয়। সংগীত শিল্পী ঝুমা জমাতিয়ার কন্ঠে দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হর্টিকালচার দপ্তরের উপ অধিকর্তা ডঃ রাজীব ঘোষ, ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, স্কাউটস গাইডসের প্রাক্তন দুই সচিব ডঃ চিত্রজীৎ ভৌমিক ও ডঃ দুলাল দেবনাথ, বর্তমান সচিব রমেন্দ্র রিয়াং, স্টেট কমিশনার গাইডস জবা পাল, স্টেট কমিশনার স্কাউটস মৃদুল মজুমদার পর্বতারোহী প্রনব অখণ্ড উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন স্কুলের পঞ্চাশ জন স্কাউটস ও গাইডস এই অভিযানে অংশ নেয়। অতিথিরা প্রকৃতি, কৃষি, উদ্ভিদ, গাছপালা ও উদ্যান ফসল ও দুঃসাহসিক অভিযান সম্পর্কে আলোচনা করে। অংশগ্রহণকারীরা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনটি অতিক্রম করে। বিভিন্ন গাছে কি ভাবে বেশী করে ফলন করা যায় তারা হাতে কলমে প্রশিক্ষণ নেয়। অনেক গাছ ও লতাপাতার নাম জানতে পারে সেখানে। আধুনিক প্রযুক্তিতে মাটি ছাড়া কম জায়গায় কি ভাবে ফসল ফলানো হয় তা সশরীরে প্রত্যক্ষ করে।
স্কাউট মানে সব সময় প্রস্তুত এই মটো কে মাথায় রেখে তারা যে কোন কাজে ঝাঁপিয়ে পরতে পারে এই অনুপ্রেরণা যোগায়।
সেখান থেকে সন্ধ্যায় যার যার বাড়ির পথে রওনা হয়েছে, সঙ্গে তাদের গাইডসরা ছিলেন।
এই কর্মসূচি সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন হওয়ায় ভারত স্কাউটস এন্ড গাইডস এর স্টেটে সেক্রেটারি রমেন্দ্র রিয়াং হর্টিকালচার দপ্তর ও অন্যান্য সহযোগিতা যারা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান।