স্বর্ণ পদক দখল করলো রাজ্যের মেয়ে ফাতেমা

আগরতলা, Mar 21, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
স্বর্ণ পদক দখল করলো রাজ্যের মেয়ে ফাতেমা।।।।
নাগাল্যান্ডে চলতি নর্থ ইস্ট গেমসে বৃহস্পতিবার ছিল চতুর্থ দিন। এদিন এথলেটিক্স এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে ত্রিপুরার এথলেটরা। সাফল্য বলতে একটাই। তা হলো ২০০মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক দখল করলো রাজ্যের মেয়ে ফাতেমা বেগম। তার সময় সীমা ২৬.১৮ সেকেন্ড। একই বিভাগে চতুর্থ স্থান অর্জন করলো ত্রিপুরার দ্বীপ শিখা সূত্রধর।তার সময়সীমা ২৭.৪৬ সেকেন্ড। হাই যাম্পে মৌসুমী দাস চতুর্থ, শট পুটে বিকাশ দেববর্মা, কিষান দেববর্মা পঞ্চম স্থান পেলেন। ৮০০ মিটারে পুরুষদের বিভাগে রাজ্যদল সপ্তম স্থান দখল করলো। ৪০০মিটার মহিলাদের রিলেতে চতুর্থ স্থান অর্জন করলো ত্রিপুরা দল।
৮০০মিটার স্প্রিন্টে মহিলাদের বিভাগে রানী ত্রিপুরা রাজ্যের হয়ে ষষ্ঠ স্থানই অর্জন করলেন।বাকি ইভেন্ট গুলোতে প্রয়াস তো ব্যপক ছিল ত্রিপুরা দলের। তবে দুর্ভাগ্য,পদক হাসিল করতে পারলো না এথলেটরা।