হরিয়ানায় আস্থা ভোটে জয়ী নায়াব সিং সাইনি
হরিয়ানা, Mar 13, 2024, ওয়েব ডেস্ক থেকে
হরিয়ানা, ১৩ মার্চ (হি. স.): মঙ্গলবারই বদলে গিয়েছিল হরিয়ানার মুখ্যমন্ত্রীর মুখ। মনোহরলাল খট্টরের জায়গায় নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নায়াব সিং সাইনি। বাকি ছিল আস্থা ভোটের বৈতরণি পেরোনো। বুধবার সেই পরীক্ষাতেও পাশ করে গেলেন সাইনি-সরকার। উল্লেখ্য, এদিন আস্থা ভোটের আগেই ১০ জনের মধ্যে ৫ জন জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র বিধায়ক সভা বয়কট করেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই হরিয়ানায় জেজেপি ও বিজেপির মধ্যে আসনরফা নিয়ে সংঘাত হচ্ছিল। সেখানকার ১০টি লোকসভা আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছিল জেজেপি। কিন্তু একটির বেশি আসন ছাড়তে নারাজ ছিল বিজেপি। এই সংঘাতে মঙ্গলবার সকালে ইস্তফা দেন মনোহরলাল খাট্টার। মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই গোটা মন্ত্রিসভা পদত্যাগ করে। মঙ্গলবার বিকেল পাঁচটায় শপথ নেন নায়েব সিং সাইনি। অবশেষে এদিন সকাল এগারোটায় শুরু হয় বিধানসভার অধিবেশন। আর কিছু সময়ে পরেই হয় শুরু আস্থা ভোটের প্রক্রিয়া। সেই পরীক্ষায় পাশ করে গেল নয়া সরকার।
আস্থা ভোটের ভাষণে সাইনি নিজেকে সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন বলে বর্ণনা করেন। বলেন, আমার পরিবারের কেউ কোনওদিন রাজনীতি করেনি। আমিই প্রথম বিজেপির সাধারণ কর্মী হিসেবে যোগ দিই। সেখান থেকে উঠে এসে আজ আমি মুখ্যমন্ত্রী। এরকম ঘটনা শুধুমাত্র বিজেপির মতো পার্টিতেই সম্ভব।