হার্ভেকে হারিয়ে সহজ জয় দিয়ে শুরু সংহতির

আগরতলা, Mar 07, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
সহজ জয় দিয়ে আসর শুরু করলো সংহতি ক্লাব। আসরের উদ্বোধনী ম্যাচে গেলো বারের চ্যাম্পিয়ন সংহতি ক্লাব ৪ উইকেটে হারিয়ে দিলো হার্ভে ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি - ২০ ক্রিকেটে। শুক্রবার টি আই টি মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে হার্ভে ক্লাব মাত্র ৮৯ রান করতে সক্ষম হয় নির্ধারিত ওভারে। দলের পক্ষে অমিত চৌহান ২৬ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৮, সাহিল সুলতান ৩০ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং আনন্দ দুবে ১৪ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। সংহতি ক্লাবের পক্ষে সানি সিং ১৮ রানে ৪ টি এবং অজয় সরকার ৮ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে সংহতি ক্লাব ৫৬ বল খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
দলের পক্ষে শ্রীদাম পাল ১৭ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, আরুশ সভারওয়াল ৯ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অর্কপ্রভ সিনহা ৪ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। হার্ভে র পক্ষে স্বরব শাহানি ১৪ রানে ৪ টি উইকেট দখল করেন।