৩০ তারিখ রাঁচি-বারাণসী বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে প্রধানমন্ত্রী


newsagartala24.com Images

Agartala, Dec 29, 2023, ওয়েব ডেস্ক থেকে


রাঁচি, ২৯ ডিসেম্বর  : আগামীকাল ৩০ ডিসেম্বর রাঁচি-বারাণসী বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু করবে রেল মন্ত্রণালয়। ইতিমধ্যে রেলওয়ে ট্রেনের সময় সূচি প্রকাশ করেছে।

সেই সূচি অনুযায়ী জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে বেনারস থেকে রাঁচি যেতে মাত্র ৬ ঘন্টা ২০ মিনিট সময় লাগবে। এরজন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল। লোহারদাগা টোরি হয়ে এই ট্রেন চলবে। এই ট্রেনটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে রাঁচি থেকে মোট তিনটি বন্দে ভারত ট্রেন চলবে। বর্তমানে একটি ট্রেন রাঁচি থেকে পাটনা এবং অন্যটি রাঁচি থেকে হাওড়ার মধ্যে চলছে। এছাড়াও পাটনা থেকে হাওড়া এবং হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসও ঝাড়খণ্ডের মধ্য দিয়ে চলছে।
বর্তমানে চারটি ট্রেন রাঁচি এবং বেনারসের মধ্যে বিভিন্ন রুটে চলাচল করছে। এই ট্রেনগুলিতে সময় লাগে ১১ ঘন্টা, কিন্তু বন্দে ভারত ট্রেনটি ৬ ঘন্টা ২০ মিনিটেই গন্তব্যে পৌঁছে দেবে। বেনারস-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৫.৫০-এ বেনারস থেকে ছাড়বে, যা রাঁচিতে পৌঁছাবে ১২.১০-এ। এরপরে, ওই ট্রেন ১.৩০টায় রাঁচি থেকে ছাড়বে, বেনারসে পৌঁছোবে সন্ধ্যে ৭টা ৫০ মিনিট নাগাদ।