৫০০-র নোট, কয়েনে সেজে উঠেছে 250 কোটির গণেশ


newsagartala24.com Images

আগরতলা, Sep 18, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


   চারদিকে শুধু টাকারই ছড়ছড়ি  বেঙ্গালুরুতে  ২.১৮ কোটি টাকার নোট ও ৭০ লাখ টাকার কয়েন ব্যবহার করা হয়েছে মন্দির থেকে গণেশের সাজসজ্জায়। পুজোর পর এই সমস্ত টাকা- নোট ও কয়েন, যাঁরা দিয়েছেন, তাঁদের আবার ফিরিয়ে দেওয়া হবে  রাত পোহালেই গণেশ চতুর্থী। আর সেই গণেশ চতুর্থীতে এবার বড় চমক! আড়াই কোটির গণেশ! নোট থেকে কয়েন, সেজে উঠেছে সেই গণেশ...  আড়াই কোটির গণেশের সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিয়ো। ১০০ থেকে ৫০০-র নোট, কয়েনে সেজে উঠেছে আড়াই কোটির গণেশ। 

বেঙ্গালুরুর জে পি নগরে পুত্তেনাহল্লিতে শ্রী সত্য গণপতি মন্দিরে গেলেই দেখা মিলবে আড়াই কোটির গণেশের।  গণেশের সাজসজ্জায়  রয়েছে ৫০০ টাকার নোট। ২০০ টাকার নোট। ১০০ টাকার নোট। ৫০ টাকার নোট। ২০ টাকার নোট। আর ১০ টাকার নোট। সঙ্গে রয়েছে কয়েন। মন্দির থেকে গণেশের বেশভূষা,