৫ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি পঙ্গু হয়ে গেছে।


newsagartala24.com Images

Agartala, Dec 12, 2023, ওয়েব ডেস্ক থেকে


৫ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি পঙ্গু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের নৃশংস হামলায় গাজা এখন বিধ্বস্ত নগরী। অবরুদ্ধ এ ছোট্ট জনপদ এখন মৃত্যুনগরী! পথে পথে ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। ধ্বংসস্তূপের চাপায়ও পড়ে আছে অসংখ্য লাশ। 

কপাল জোরে যারা এখনো জীবিত, তারা আর কতদিন বেঁচে থাকবেন তার নিশ্চয়তা নেই! মাথার উপরের পলকে পলকে পাক খাচ্ছে মৃত্যু পরোয়ানা। অনেকেই আবার বেঁচে থেকেও ক্ষত-বিক্ষত হাত-পা নিয়েই পঙ্গু হয়ে পড়ে আছেন মৃত্যুপুরীতেই। কারও হাত আছে তো পা নেই। কারও পা আছে তো চোখ নেই। কারও কারও মুখ থেঁতলে গেছে। 

বিভীষিকাময় জীবন নিয়েই পার করতে হচ্ছে দিন। ইসরাইলের পরিকল্পিত বর্বরতার শিকার হয়ে অঙ্গ হারাচ্ছেন অনেকেই। দিন দিন বেড়েই চলেছে এসব মানুষের সংখ্যা। 

জেনেভাভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর এবং প্রতিবন্ধী প্রতিনিধি ব্যক্তি নেটওয়ার্ক (ডিআরপিএন) জানিয়েছে, ইসরাইলের চলমান হামলায় ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি পঙ্গু হয়ে গেছে।