ত্রিপুরার মতো রাজ্যে গুণগতমান শিক্ষা প্রদান করা অত্যন্ত আবশ্যক প্রদ্যুৎ
আগরতলা, Nov 07, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
বৃহস্পতিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে একটি মৌ স্বাক্ষর স্বাক্ষরিত হয়। মূলত টিটিএডিসি, টাটা স্ট্রাইব এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড এর মধ্যে এই মৌসাক্ষর স্বাক্ষরিত হয়। যার মূল উদ্দেশ্যই হচ্ছে আগরতলায় হসপিটালিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অফ এক্সিলেন্স এর স্থাপন। ওতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, সাংসদ কৃতি দেবী দেববর্মন, রাজ্যের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন সংখ্যার দিকে না তাকিয়ে গুণগতমান শিক্ষার উপর নজর দিতে হবে। বিশেষ করে ত্রিপুরার মতো রাজ্যে গুণগতমান শিক্ষা প্রদান করা অত্যন্ত আবশ্যক। তাই তিনি সরকারের কাছে আবেদন জানান যেন রাজ্যে গুণগতমান শিক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সরকার।