এসটি, এসসি সহ সকল অংশের সার্বিক উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: মুখ্যমন্ত্রী


newsagartala24.com Images

আগরতলা, Nov 08, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


 সকল অংশের মানুষ তথা এসসি, এসটি সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার। 

শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওবিসি (পশ্চাদপদ শ্রেণী) দপ্তরের উদ্যোগে আয়োজিত ড. বি.আর আম্বেদকর, গোল্ড মেডেল এওয়ার্ড, বিদ্যাসাগর, সোশিও কালচারাল এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

ড. বি আর আম্বেদকরের নির্দেশিত পথ অনুসরণ করতে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

                                    অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ড. বি.আর আম্বেদকর চেয়েছিলেন সবার মধ্যে সমতা রাখতে। তাঁর স্বপ্ন সব মানুষের উন্নয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই দিশায় কাজ করছেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ও বলেছেন বেনিফিসিয়ারি স্কিমগুলি (কেন্দ্রীয় ও রাজ্য) যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। বিশেষ করে পশ্চাদপদ অংশের মানুষের কাছে জনমুখী প্রকল্পের সুফল পৌঁছে দিতে হবে। কারণ এই শ্রেণীর মানুষের উন্নয়ন না হলে সমাজও এগিয়ে যাবে না।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় ত্রিপুরা সরকারও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে প্রায় ২৪.৫% ওবিসি ভুক্ত মানুষ রাজ্যে রয়েছেন। সেদিক থেকে জনসংখ্যার একটা বড় অংশ এই শ্রেণীতে রয়েছেন। কাজেই কাউকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী বার বার বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সবার উন্নতি হলেই তবে একটা 'ফিল গুড' ভাব চলে আসবে। সরকার সমস্ত গোষ্ঠীর উন্নয়নে সহায়তা করবে। জনজাতি, এসসি, ওবিসি সহ সমস্ত সম্প্রদায়ের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। সেই লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। আজকের কর্মসূচিতে গোল্ড মেডেল দেওয়া সহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। স্বল্প ঋণ প্রদানের মাধ্যমে কিভাবে তাদের স্বাবলম্বী করা যায় সেটাও দেখা হচ্ছে। এক্ষেত্রে ওবিসি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। 
                                   মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে বলেন, আর্থিক সহায়তা প্রদান করলে বিনিময়ে সেটাও ফিরিয়ে দিতে হবে। এতে অন্যদেরও সহায়তা করা যাবে। এজন্য দপ্তরকেও সজাগ নজর রাখতে হবে। এবিষয়ে যথাযথ নজরদারি রাখা না হলে দপ্তরেরও উন্নয়ন হবে না। আমি এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের বলবো যে মনে রাখতে হবে আমি কোন অংশে কারোর চাইতে কম নই। ড. বি আর আম্বেদকরের সব মানুষকে সাথে নিয়ে চলার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। উনি যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথেই এগিয়ে যেতে হবে। ডাঃ সাহা বলেন, উন্নয়ন ছাড়া কোন কথা নয়। উন্নয়ন সবার আগে, বাকি সব পরে। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুতে এই সরকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আমাদের হিরা মডেল দিয়েছেন। আগে যেটা ত্রিপুরাতে আমরা কোনদিন ভাবিনি, এখন সেটাই হচ্ছে। এখান থেকে ধর্মনগর, কৈলাশহর যাওয়া একেবারে সহজ হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। ইন্টারনেট ব্যবস্থার উন্নতি হয়েছে। রেলওয়ে, এয়ারওয়ে উন্নত হয়েছে। 
                               মুখ্যমন্ত্রী আরো বলেন, এই সরকার স্বচ্ছভাবে মানুষের সার্বিক কল্যাণে কাজ করছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিও উল্লেখযোগ্যভাবে ভালো অবস্থানে রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, ঋণ প্রদান সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য সচেষ্ট হতে হবে।