সনাতন ধর্মাবলম্বীদের একাধিক বিষয় নিয়ে বারংবার সড়ক হয়েছেন মন্ত্রী সুধাংশু দাস


newsagartala24.com Images

আগরতলা, Nov 08, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সনাতন ধর্মাবলম্বীদের একাধিক বিষয় নিয়ে বারংবার সড়ক হয়েছেন মন্ত্রী সুধাংশু দাস জানিয়ে বারংবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এবার ওয়াকফ বোর্ডের ন্যায় সনাতন বোর্ড গঠন করার দাবি তুললেন তিনি। তার পেছনে যুক্তি দিতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন ভারতবর্ষের সর্বাধিক জনবহুল ধর্ম হচ্ছে সনাতন ধর্ম তাই অন্যান্য ধর্মাবলম্বীদের যেরকম বোর্ড রয়েছে সেরকম সনাতন ধর্মের রক্ষার সত্বেও সনাতন বোর্ড করা যেতে পারে। একই সাথে তিনি বলেন দেশের ইতিহাস এর উপর নজর দিলে দেখা যায় ধর্মের ভিত্তিতে এক সময় দুই ভাগে বিভক্ত হয়েছে এই দেশ ইতিমধ্যেই মুসলমান ধর্মাবলম্বীরা পাকিস্তানি হিসেবে একটি ভাগ নিয়ে চলে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেশের সনাতন ধর্মাবলম্বীরা যারা এই রাষ্ট্রের জনবহুল সংখ্যায় তারা কি পেয়েছে। আর এই বিষয় থেকেই দাবি তোলা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের রক্ষার স্বার্থে যেন সনাতন বোর্ড গঠন করা হয় দেশে।অন্যদিকে দেশের লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন যদি রাহুল গান্ধী এবং ওনার দল প্রকৃত অর্থে সংবিধানকে সম্মান করে তাহলে কেন উনার দল এবং উনার দলের সহযোগীরা জম্মু-কাশ্মীরের বিধানসভায় ৩৭০ ধারা অনুচ্ছেদের পুনরায় বহাল করার জন্য আন্দোলন করছে। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট হল বিচার ব্যবস্থার সর্বোচ্চ উচ্চ স্থান। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রায় দিয়ে স্পষ্ট ভাবে জানিয়ে তাদের মতামত কিন্তু তার বিরুদ্ধে দাবি তুলছেন কংগ্রেস ও তার সহযোগীরা।