৬৭তম জাতীয় স্কুল ক্রীড়ায় যোগাসন প্রতিযোগিতা শুরু


newsagartala24.com Images

আগরতলা, Nov 22, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


৬৭তম জাতীয় স্কুল ক্রীড়ায় যোগাসন প্রতিযোগিতা শুরু উদ্বোধক মুখ্যমন্ত্রী।
প্রস্তুতি চূড়ান্ত। ক-দিন আগেই ত্রিপুরায় অনুষ্ঠিতব্য ৬৭ তম জাতীয় স্কুল গেমসের যোগা ইভেন্ট আয়োজনের ঢাকে কাঠি পড়েছে। শেষ তুলির টানও সম্পন্ন। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। গেমস শিবিরে ইতোমধ্যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। দুটি রাজ্যের খেলোয়াড়েরা যথারীতি মঙ্গলবারেই পৌছে গেছে। আজ, বুধবার এবং আগামীকাল প্রথম বেলায় পৌঁছুচ্ছেন আরও ২০টি রাজ্যের প্রতিনিধি হিসেবে খেলোয়ারেরা। গড়ে প্রতিটি রাজ্য থেকে প্রায় কুড়ি জন করে বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ বছর খেলোয়াড়েরা আগরতলায় আসছে। সবমিলে তথা খেলোয়াড় ও অফিসিয়াল মিলে মোট ৫০০ জনের সামগ্রিক ব্যবস্থাপনা করা হয়েছে। খেলোয়াড়রা পৌছুলেই মোট সংখ্যাটা ব্যক্ত করা যাবে। তবে এখন পর্যন্ত অর্থাৎ রেজিস্ট্রেশন করা অনুযায়ী ৩৫১ জন খেলোয়াড় আসছে। তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও খেলোয়ারদের আসার কথা রয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় থেকেও খেলোয়ারদের আসার সম্ভাবনা রয়েছে।

খেলোয়ারদের সঙ্গে অফিসিয়ালদের সংখ্যা জুড়লে তা ৫০০ এর কাছাকাছি হতে পারে বলে জানানো হয়েছে। আগামীকাল বেলা সাড়ে তিনটায় স্থানীয় এনএসআরসিসি-তে ইনডোর হলে জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: প্রফেসর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, দপ্তরের সচিব ড. পি. কে চক্রবর্তী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, অলিম্পিয়ন পদ্মশ্রী দীপা কর্মকার এবং স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। ৫ দিন ব্যাপী আয়োজিত ৬৭ তম জাতীয় স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে অনূর্ধ্ব ১৭ বছর বয়সী বালক-বালিকাদের যোগাসন প্রতিযোগিতার বিস্তারিত তথ্য আজ, বুধবার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায়।  সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ক্রীড়া দপ্তরের সচিব ডাঃ পি কে চক্রবর্তী এবং অধিকর্তা সত্যব্রত নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। ২৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই মেগা ইভেন্ট সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে প্রত্যেকের সহযোগিতা এবং সক্রিয় ভূমিকা উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।