৭ম উত্তর-পূর্ব যুব উৎসব শুরু আজ থেকে প্রতিযোগিতা জমজমাট.


newsagartala24.com Images

আগরতলা, Feb 26, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


৭ম উত্তর-পূর্ব যুব উৎসব শুরু
আজ থেকে প্রতিযোগিতা জমজমাট.. ।।।
 মেগা যুব উৎসব। জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। প্রত্যাশিতভাবেই সূচনা হলো এর। চলবে আরও তিন দিন।‌অনুষ্ঠানসূচি অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি রয়েছে এর সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  সপ্তম বারের মতো নর্থ ইস্ট যুব উৎসব এর মেগা আয়োজন। মাহেন্দ্রক্ষণে প্রত্যাশিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পরিসংখ্যানবিদরা যাঁরা, টুর্নামেন্টের তথ্য প্রচারে নিয়োজিত রয়েছেন, তাদের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী আয়োজক রাজ্য ত্রিপুরা সহ মোট ৭৬৫ জনের অংশগ্রহণ রয়েছে এই সপ্তম উত্তর-পূর্ব যুব উৎসবে। সর্বাধিক সংখ্যা স্বাভাবিক ভাবেই আয়োজক রাজ্য ত্রিপুরার, ২৪৯ জন। যাঁদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যুবক ৩২ জন এবং যুবতী ৩০ জন নেহরু যুব কেন্দ্রের প্রতিনিধি হিসেবে যুবক ১০৪ জন এবং যুবতী ৩০ জন। এনএসএস থেকে থেকে যুবক ২৯ জন এবং যুবতী ৩৪ জন। একইভাবে মেঘালয় থেকে ১২০ জন, অরুণাচল প্রদেশ থেকে ১০৬ জন, নাগাল্যান্ড থেকে ৮৭ জন, মিজোরাম থেকে ৮৪ জন, আসাম থেকে ৫৮ জন, সিকিম থেকে ৫৪ জন এবং মনিপুর থেকে ৭ জনের অংশগ্রহণ রয়েছে। আজ, সোমবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত রবীন্দ্রভবনের সামনে থেকে রেলি শুরু হয়ে তা পৌঁছেছে পূর্বাশাস্থিত আরবান হাটে। সেখানটায় বিকেল তিনটা থেকে আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব শুরু হয়। বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলেছে ফুড এন্ড হ্যান্ডিক্রাফ্টস স্টলের আনুষ্ঠানিক উন্মোচন পর্ব। পরবর্তী সময়ে হয়েছে লোক নৃত্যানুষ্ঠান এবং স্থানীয় সাংস্কৃতিক দলের অনুষ্ঠান। আগামীকাল সকাল দশটা থেকে একে একে লোকসংগীত, পেইন্টিং, ফটোগ্রাফি ও ক্লে মডেলিং, লোক নৃত্য, এনএসএস এবং নেহরু যুব কেন্দ্রের সুবিচার অনুষ্ঠান, গিটার বাদন মার্শাল আর্ট শো, একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবং লোকনৃত্য ও স্থানীয় সাংস্কৃতিক দলের অনুষ্ঠান। ২৮ ফেব্রুয়ারি অংশগ্রহণকারী যুবক-যুবতীদের নিয়ে কয়াকিং এবং ট্র্যাকিং ট্যুর। যা হবে সিপাহী জলা নীরমহল এবং পূর্ব চণ্ডীগড়ে। বিকেলে পুনরায় টাউনহলে প্রত্যাবর্তনের পর একাঙ্ক নাটক প্রতিযোগিতা দ্বিতীয় পর্ব,

নজরুল কলাক্ষেত্রে রক ব্যান্ড প্রতিযোগিতা, পূর্বাশা কমপ্লেক্সে লোকনৃত্য ও স্থানীয় সংস্কৃতিক দলের অনুষ্ঠান। ২৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে নজরুল কলাক্ষেত্রে প্রাথমিক অনুষ্ঠানের পর উজ্জয়ন্ত প্যালেস, হেরিটেজ পার্ক ইত্যাদি ট্যুরিস্ট স্পট পরিদর্শনের পর বিকেল সাড়ে চারটা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান স্বামী বিবেকানন্দ ময়দানে। ওইদিন পুরস্কার বিতরণী থেকে শুরু করে হবে বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানও। উল্লেখ্য, আজ  বিকেলে ৭ম উত্তর-পূর্ব যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি তথা রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মন্ত্রিসভার সদস্য শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিশেষ অতিথি হিসেবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অলিম্পিয়ান পদ্মশ্রী ড. দীপা কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ।