BJP সরকার সমস্ত আইন চালকদের উপর চাপিয়ে দিচ্ছে CITU
আগরতলা, Jan 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
পণ্য পরিবহন ,যাত্রী পরিবহন, সবটাই নির্ভর করে সড়ক পরিবহনের উপর। জাতীয় সড়কের পরিকাঠামো নির্মাণ না করে এবং জাতীয় সড়কগুলির উপর ভারতবর্ষের সংবিধানের যে নিয়ম কানুন আইন রয়েছে। সেগুলো একটাও কার্যকর হচ্ছে না। কিন্তু বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত আইন চালকদের উপর চাপিয়ে দিচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে এবং দুর্ঘটনার খবর পুলিশকে না দিলে গাড়ির চালকের ১০ বছরের জেল এবং কারাবাসের পাশাপাশি সাত লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ভোগ করতে হবে। বুধবার সি আই টি ইউ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন শ্রমিক নেতা অমল চক্রবর্তী। জাতীয় সড়কে ট্রাফিক ব্যবস্থা নেই, পর্যাপ্ত আলো নেই, জাতীয় সড়ক যেমন মসৃণ ও চউরা হওয়া দরকার ।
তেমনটা নেই বলে তিনি অভিযোগ করেন। চালকদের ন্যূনতম মজুরির ব্যবস্থা নেই, সামাজিক পেনশনের ব্যবস্থা নেই।সংসদের সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে কার্যত বিরোধীশূন্য লোকসভায় ভারতীয় ন্যায় সংহিতা নতুন ফৌজদারি আইন পাশ হয়েছে।এই বিল পাস হওয়ার পক্ষকাল অতিক্রম না হতেই এই আইনের একটি দিক নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের সামিল হয়েছেন যানবাহন চালকরা। ন্যায় সংহিতা আইন পাস করেছে তাতে গাড়ি দুর্ঘটনা নিয়ে চালকদের উপর কঠোর নিয়ম প্রয়োগ করার কথা এই আইনে বলা হয়েছে।কারণ এই আইনে বলা হয়েছে যানবাহন চালাতে গিয়ে গুরুতর দুর্ঘটনার পর অভিযুক্ত চালককে পুলিশের কাছে এসে ধরা দিতে হবে। শুধু তাই নয় এ ধরনের দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে হিট এন্ড রান মামলা করা যাবে। এখানেই সিঁদুরে মেঘ দেখছেন গাড়ি চালকরা। এই অবস্থায় কেন্দ্রের নয়া আইনের বিরুদ্ধে সারাদেশে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছেন ট্রাক চালকরা। এতদিন এর সর্বোচ্চ সাজার মেয়াদ ছিল মাত্র দুই বছর